Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ বার হত্যার চেষ্টা হয়েছিল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ১২:০২ এএম

রানি ভিক্টোরিয়ারকে বিশ্বের প্রায় সকল মানুষই চেনেন। খুব কম বয়সে সিংহাসনে বসলে পূর্ববর্তী ব্রিটিশ রাজাদের তুলনায় সবথেকে সফল ছিলেন কুইন ভিক্টোরিয়া। তার রাজত্বকালের সময়সীমা ছিল ৬৩ বছর ৭ মাসের।
১৮৩৭ সালের ২০ জুন মাত্র ১৮ বছর বয়সে রাজ সিংহাসনে বসেন তিনি। একই সঙ্গে সামাল দেন গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড যুক্তরাজ্যের রাজত্ব। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় বহু ইউরোপীয় সেনা মারা যাওয়ার প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সরাসরি ভারতের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর ১৮৭৭ সালে ব্রিটিশ পার্লামেন্টে রয়েল টাইটেল অ্যাক্ট পাশের মাধ্যমে ভারতের সাম্রাজ্ঞী হন রানি ভিক্টোরিয়া।
রানির ওপরে মোট ৮ বার হত্যার চেষ্টা করা হয়। তাকে প্রথম হত্যার চেষ্ঠা করা হয় ১৮৪০ সালে। এরপর ১৮৪২ এবং ১৮৪৯ সালেও অনেকবার রানির ঘোড়ার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে বলা যেতে পারে এই সমস্ত হত্যার প্রচেষ্ঠা রানিকে আরও জনপ্রিয় করে তুলেছিল মানুষের কাছে। সূত্র : নাইন ডটকম, দ্য কালচার ট্রিপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ