মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার সংক্রমণ রুখতে ভারতের একাধিক রাজ্যে জারি রয়েছে কড়া বিধিনিষেধ। আবার বেশ কিছু রাজ্যে চলছে লকডাউন। বিয়ে বাড়ির ক্ষেত্রেও জারি কড়া বিধিনিষেধ। বেশিরভাগ জায়গাতেই অতিথিদের সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
তবে বিয়ের মৌসুমে পাত্র-পাত্রীরাও কোভিডবিধি এড়াতে নানা ধরনের পন্থা অবলম্বন করে চলেছেন। সম্প্রতি এক দম্পতি বিয়ের জন্য একটি বিমান ভাড়া করেছিলেন। এ নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছিল।
এবার এক দম্পতি বেছে নিলেন কেরালা এবং তামিলনাড়ুর সংযোগকারী একটি ব্রিজকে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কোভিডবিধি এড়াতে ব্রিজেই বিয়ে সারলেন তারা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কেরালা এবং তামিলনাড়ুকে আলাদা করেছে চিন্নার নদী। সেই নদীর উপরেই তৈরি একটি ব্রিজ বর্তমানে বিয়ের জন্য দম্পতিদের অন্যতম পছন্দের জায়গা।
গত বছরও এই ব্রিজেই অন্তত ১১ জন দম্পতি বিয়ে করেছিলেন। আর এবারও বিয়ের মৌসুম শুরু হতেই একই দৃশ্য দেখা যাচ্ছে। তামিলনাড়ুর থাঙ্গামাইলের সঙ্গে কেরালার উন্নিকৃষ্ণনের বিয়ে ঠিক হয়। দুই পরিবার ব্রিজের উপর বিয়ের আয়োজনের ব্যাপারেই মনস্থির করে।
আর প্রশাসনের অনুমতি নিয়ে বিয়ের তোড়জোড় শুরু হয়। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতেই বিয়ে সম্পন্ন হয়। পুরোহিত ছাড়াই ব্রিজের মাঝখানে কনেকে মালা পরান বর। তার আগে অবশ্য দু’জনকেই নিজেদের কোভিড নেগেটিভ রিপোর্ট জমা দিতে হয়।
এদিকে, বর-কনের পরিবারের লোকেরা ব্রিজের দুই প্রান্তে দাঁড়িয়েই নবদম্পতিকে আশীর্বাদ করলেন। ইতোমধ্যে তাদের এভাবে বিয়ে করার খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। নেটিজেনরাও নবদম্পতিকে আশীর্বাদ করেছেন। সূত্র : নিউজ ১৮, ইন্ডিয়া ডটকম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।