মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাতের দশকে থাইল্যান্ডে পর্যটকদের মাদক খাইয়ে খুন করে সর্বস্ব লুট করত সে। সেই ‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজকে নিয়ে বিবিসির ড্রামা সিরিজ ‘দ্য সার্পেন্ট’-এর সম্প্রচার শুরু হয় গত ১ জানুয়ারি। এখন সেটি চলছে নেটফ্লিক্সে।
নেপালের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডে বন্দি কুখ্যাত চার্লস শোভরাজ। ইতোমধ্যেই একাধিকবার ওপেন হার্ট সার্জারি হয়েছে তার। গোয়েন্দাদের দাবি, অন্তত ১২টি খুনের ঘটনা সে স্বীকার করেছে।
একাধিক ভাষায় পারদর্শী শোভরাজ তার সুদর্শন চেহারা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বকে কাজে লাগাত টোপ হিসেবে। বিশ্বের বড় অংশের গোয়েন্দা ও পুলিশের চোখে ধুলো দেওয়া ছিল তার কাছে অতি সহজ ব্যাপার।
বিভিন্ন টেলিভিশন সিরিজের সৌজন্যে চার্লস শোভরাজের জীবনীর বেশির ভাগই উন্মুক্ত বিশ্ববাসীর কাছে। অপরাধজগতের শীর্ষে থাকাকালীন সে ভারতে এক কন্যা সন্তানের জন্ম দেয়। সেই মেয়ে এখন কোথায়, কেমন আছেন এবং কী করছেন জানেন?
নেটফ্লিক্সে ‘দ্য সারপেন্ট’ স্ট্রিমিং শুরু হওয়ার পর থেকেই চার্লস শোভরাজের পাশাপাশি আরও একটি নাম গুগল ট্রেন্ড-এ উঠে এসেছে। তিনি হলেন ঊষা সটলিফ। এই ঊষাই হলেন ‘বিকিনি কিলার’ চার্লস এবং তার স্ত্রী প্যারিসের রক্ষণশীল অভিজাত পরিবারের তরুণী শাঁতাল কোম্পাগ্যাননের একমাত্র মেয়ে।
ঊষা আসলে কোনও দিনই চার্লসকে বাবা হিসাবে মানেননি। তার এই অতীত বরাবরই তিনি ভুলে থাকতে চেয়েছিলেন। এমনকি জ্ঞান হওয়ার পর থেকে চার্লসের মুখও দেখেননি তিনি। পরবর্তীকালে যখন জেনেছেন মা শাঁতাল অপরাধী বাবার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, ঊষা মায়ের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। ঊষার জন্ম ম্ম্বুইয়ে ১৯৭০ সালে।
পড়াশোনা শেষ করে ঊষা দীর্ঘ সময় লস অ্যাঞ্জেলেস পুলিশের রিজার্ভ অফিসার হিসাবে কাজ করে গিয়েছেন। ম্যানহাটন ইনস্টিটিউড অব পলিসি রিসার্চের সেন্টার ফর পলিসিং টেরোরিজম-এর সঙ্গেও কাজ করেছেন তিনি।
৫০ বছরের ঊষা এই মুহূর্তে অপরাধদমনে আমেরিকা প্রশাসনের সঙ্গে কাজ করে চলেছেন। তিনি আমেরিকার কাউন্টার-টেররিজম অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি বিশেষজ্ঞ। সূত্র : দ্য উইক, ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।