Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে খাবার খেয়ে একই পরিবারের ৫জন অজ্ঞান

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ৪:৩৩ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাবার খেয়ে এক পরিবারের ৫জন অজ্ঞান হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে তাদেরকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হলে এখনও তারা চিকিৎসাধীন আছেন।

জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজান চরনওপাড়া গ্রামের রফিকুলের বাড়িতে বুধবার রাতের খাবার খেলে পরিবারের ৫সদস্য অজ্ঞান হয়ে পড়ে। আক্রান্তরা হচ্ছেন আব্দুল হেকিম (৬৮), রাজিব (২৬), সজিব (১৮), মাতাব আলী (৫০) ও জুনায়েদ (৫)। পরে পরিবারের অন্য সদস্যরা অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির দুইদিন হলেও সবার জ্ঞান এখনো ফিরেনি। এ বিষয়টি নিয়ে ওই পরিবারের পক্ষ থেকে পুলিশকে জ্ঞাত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসে।

রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো আমি লাঠিয়ামারি বাজারে যাই। রাত ৯টায় আমাকে একজন ফোন করে বলে আমার ছেলে রাজিব অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। আমি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাজারের একটি ফার্মেসীতে নিয়ে গেলে একে একে বাড়ি থেকে ফোন আসতে থাকে। জানতে পারি আমার বাবা, সন্তান, ছেলের শ^শুর ও নাতিসহ আরো ৪জন খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাই। এ বিষয়টি নিয়ে পুলিশকে ফোনে জানানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ