মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার কারণে অনেকেরই হৃদযন্ত্র, ফুসফুস বা স্নায়ুর ক্ষতি হচ্ছেÑ চিকিৎসকরা তা বহুদিন ধরেই বলছেন। হালের গবেষণায় উঠে এলো আরো এক তথ্য। করোনা সংক্রমণের ফলে পুরুষের যৌনক্ষমতা হ্রাস পাচ্ছে। গত মার্চে পুরুষ মনস্তত্ত¡বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী অ্যান্ড্রোলজিতে এক নিবন্ধে এমনই দাবি করেছেন সারা পৃথিবীর বেশ কয়েকজন মনোবিদ। করোনা সংক্রমণ-পরবর্তী স্বাস্থ্যের হাল নিয়ে স¤প্রতি এক সমীক্ষায় চালানো হয়েছিল ইতালির পুরুষদের ওপর। সেই সমীক্ষার ফলই প্রকাশিত হয়েছে অ্যান্ড্রোলজিতে। সমীক্ষায় দেখানো হয়েছে, সংক্রমণের ফলে বহু পুরুষের হৃদযন্ত্র ও শিরা-ধমনির নানা সমস্যা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে যৌনাঙ্গে। পর্যাপ্ত পরিমাণে রক্ত সেখানে পৌঁছতে পারছে না। ফলে সঙ্গমকালে যৌনাঙ্গের শিথিলতা কাটিয়ে উঠতে পারছেন না এই রোগে আক্রান্ত পুরুষরা। চিকিৎসার পরিভাষায় যাকে ‘ইরেকটাইল ডিসফাংশন’ (ইডি) বলা হয়, সেই সমস্যায় আক্রান্ত হচ্ছেন তারা। এ বিষয়ে ভারতের মনোবিদ ও চিকিৎসক সঞ্জয় গর্গ বলছেন, করোনা-পরবর্তী সময়ে ভারতেও এমন ঘটনা ঘটছে। করোনা ও লকডাউন মিলিয়ে বহু পুরুষেরই উদ্বেগ ও অবসাদ বেড়েছে, যার প্রভাব পড়েছে যৌনস্বাস্থ্যে। আবার অবসাদ বা উদ্বেগ কাটানোর ওষুধ যাঁরা খাচ্ছেন, সেই ওষুধের প্রভাবেও তাঁদের অনেকের মধ্যে যৌন অক্ষমতা বাড়ছে। আনন্দবাজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।