বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৮ ফেব্রুয়ারী নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনের দিনে ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের সহিংস হামলায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছোটন অধিকারী হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার শহরের শেরে বাংলা সড়কের জাসদ মোড় এলাকা থেকে ডলার সরকার (২৬) নামে ওই আসামীকে গ্রেফতার করা হয়। সে শহরের পুরাতন মুন্সিপাড়ার ইসলামিয়া স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল বারীর পুত্র।
পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনের দিনে সৈয়দপুর মহিলা কলেজ কেন্দ্রের সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয় মুন্সিপাড়া এলাকার ছোটন অধিকারী (৫২)। পরে গুরুতর আহত ছোটনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ছোটন অধিকারীর স্ত্রী শ্রাবনী অধিকারী বাদী হয়ে গত ১০ মার্চ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আজ বৃহস্পতিবার (২৭ মে) সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান জানান, তদন্তে প্রাপ্ত ওই আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।