Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ভিয়ারিয়ালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ৪:১৩ এএম | আপডেট : ৪:৫৫ এএম, ২৭ মে, ২০২১

ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হয়ে কখনো শিরোপা জেতা হয়নি ওলে গানার সুলশারের। ওদিকে উনাই এমেরি ইউরোপা বিশেষজ্ঞ, এই ট্রফিটা জিতেছেন সবচেয়ে বেশি। আরও একবার সেই এমেরির হাতেই উঠল শিরোপা। অদ্ভুত এক টাইব্রেকারে শিরোপা জিতল তার দল ভিয়ারিয়াল, সেটাও আবার ম্যাচের ২২তম কিকে গিয়ে।

শুধু ইউরোপাই নয়, যেকোনো ইউরোপিয়ান টুর্নামেন্টেই এটা ভিয়ারিয়ালের প্রথম শিরোপা। ইউরোপার চ্যাম্পিয়ন হওয়ায় লা লিগায় সপ্তম হয়েও এখন আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলবে ভিয়ারিয়াল। আর স্প্যানিশ ক্লাবটির এই স্বপ্নযাত্রার সবচেয়ে বড় নায়ক নিঃসন্দেহে কোচ উনাই এমেরি।

২৯ মিনিটে জেরার্ডো মরেনোর গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। সেট পিস থেকে ইউনাইটেড রক্ষণের ভুলের সুযোগ নিয়ে এগিয়ে দেন ফর্মে থাকা এই স্ট্রাইকার। এরপর ইউনাইটেড খেলায় ফেরার চেষ্টা করে, রাশফোর্ড সহজ একটা সুযোগ নষ্ট না করলে সমতা ফেরাতে পারত। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে সেটা করে, এবারও সেট পিসের পর রাশফোর্ডের শট ডিফ্লেক্টেড হয়ে কাভানির কাছে এসে পড়ে, সুযোগ কাজে লাগিয়ে গোল করেন।

কিন্তু এরপর আর দুই দলের কেউ গোল পায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দলের গোলরক্ষককে বড় পরীক্ষা দিতে হয়নি। খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানেও দুই দলের কোনো খেলোয়াড়ই ভুল করছিলেন না।

টাইব্রেকারে প্রথম গোলটা করেছিলেন ভিয়ারিয়ালের জেরার্ড মরেনো, ম্যান ইউনাইটেডের হয়ে হুয়ান মাতা ভুল করেননি। দানি রাবা গোল করার পর অ্যালেক্স তেলেসও গোল করেন ইউনাইটেডের হয়ে। পাকো আলকাসেরের গোলের পর ব্রুনো ফার্নান্দেজও গোল করলেন। এরপর আলবার্তো মরেনো আবার গোল করে এগিয়ে দিলেন ভিয়ারিয়ালকে। মার্কাস রাশফোর্ড গোল করলেন,আবার সমতা ফেরাল ইউনাইটেড। দানি পারেহোর গোলে আবার এগিয়ে গেল ভিয়রিয়াল। কিন্তু শেষ কিকে গোল করে এডিনসন কাভানি রাখকেন সমতা (৫-৫)। খেলা গেল সাডেন ডেথে।

সেখানেও সমতা। ময় গোমেজের গোলের পর ফ্রেডও গোল পেলেন। ওদিকে আলবিওলের পর আবার ড্যানিয়েল জেমসের গোলে সমতা। লুক শ মিস করতে করতেও করলেন না, টিকে রইল ইউনাইটেড। একে একে মূল একাদশের বাকি সবাই গোল করলেন (১০-১০)। এরপর গোলরক্ষকদের পালা। শেষ পর্যন্ত মিস করলেন ডেভিড ডি গিয়া। তার কিকটা ঠেকিয়েই নায়ক বনে গেলেন রুই। নিজেদের ইতিহাসে প্রথম ইউরোপিয়ান শিরোপা পেল ভিয়ারিয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ