Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই গ্র্যান্ড মাস্টারের জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ২:০১ এএম

ফিদে বিশ্বকাপ দাবায় কোয়ালিফায়িং এশিয়ান কন্টিনেন্টাল হাইব্রিড দাবার ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের দুই গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও এনামুল হোসেন রাজীব।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনস্থ দাবা ফেডারেশনের হলরুমে ষষ্ঠ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ মঙ্গোলিয়ার গ্র্যান্ড মাস্টার নাসানজারগাল উরনাসাকে হারিয়ে দেন। নিয়াজ সাদা ঘুঁটি নিয়ে উরনাসার বিপক্ষে ইংলিশ ওপেন পদ্ধতিতে খেলে ৪৮ চালের মাথায় জয়ী হন। অন্যদিকে  গ্র্যান্ড মাস্টার রাজীব স্বদেশী ফিদে মাস্টার সুব্রতকে হারান রাজীব সাদা ঘুঁটি নিয়ে সুব্রত’র ক্যারো-কান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ২৯ চালের মাথায় বিজয়ী হন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ এই রাউন্ডে কাজাকস্তানের আন্তর্জাতিক মাস্টার ইউরাযায়েভ আরিসতানবেকের কাছে হেরে যান। আর আন্তর্জাতিক মাস্টার শাকিল হারান ফিলিপাইনের জেরেমি মার্টেসিওকে পরাজিত করেন।বৃহস্পতিবার  সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

ষষ্ঠ রাউন্ড শেষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ৬ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ছয় জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। পাঁচ খেলায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে তিন, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৩ পয়েন্ট করে ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস আড়াই পয়েন্ট অর্জন করেছেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ