মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আকাশে বিমানের ভেতরে সিটে কেউই বসা নেই। সবাই দাঁড়িয়ে যাওয়ায় রীতিমত জটলা এবং ক্যামেরা হাতে তৈরি ফটোগ্রাফারও। এর মধ্যেই কনেকে বরণ করে নিলেন বর। করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে গোটা ভারত যখন বিধ্বস্ত, তখন এই দৃশ্য একেবারেই কল্পনাতীত।
কারণ কোভিডবিধি কার্যকর একাধিক রাজ্যে। আর সেই নিয়ম অনুযায়ী মাত্র ৫০ জন অতিথিই উপস্থিত থাকতে পারেন যেকোনও বিয়ের অনুষ্ঠানে। কিন্তু সম্প্রতি ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। তাতে দেখা গেছে ৫০ জন নয়, শতাধিক আমন্ত্রিত নিয়েই বিয়ে সারলেন এক দম্পতি। যা দেখার পর নেটিজেনরাও অবাক হয়েছেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই দম্পতি তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা। করোনা আবহে তারা বিয়ে সারতেই অভিনব পন্থা অবলম্বন করেন। জানা গেছে, কোভিডবিধি অনুযায়ী তামিলনাড়ুতে কোনও বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রিত থাকার অনুমতি নেই। কিন্তু সেটা তো শহরের মধ্যে। আকাশে থাকাকালীন এমন কোনও নির্দেশিকা নেই। আর তাই ভেবেচিন্তে অভিনব উপায়টি বের করেন ওই দম্পতি।
হবু বর-কনে রাকেশ এবং দক্ষিণা বিয়ের দিন মাদুরাই থেকে বেঙ্গালুরুগামী একটি বিমান ভাড়া নেন। আর একেবারে বিয়ের সাজে সেজে সেটিতে চড়ে বসেন। সঙ্গে ছিলেন তাদের বিয়েতে আমন্ত্রিত ১৬১ জন অতিথিও।
দু’ঘণ্টার যাত্রাপথে বিমানটি মাদুরাইয়ের বিখ্যাত মিনাক্ষী মন্দিরের উপরে আসতেই বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। ইতোমধ্যে তাদের এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কেউ কেউ তাদের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন।
কেউ কেউ আবার এভাবে কোভিডবিধি ভাঙার জন্য দম্পতির সমালোচনাতেও মুখর হন। এদিকে ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ওই বেসরকারি বিমানটির সকল ক্রু’কে সাসপেন্ড করেছে ডিজিসিএ। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।