Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাইমুড়িতে আগুনে ৫ ঘর পুড়ে ছাই

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০০ এএম

নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে ৫টি বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাঁই হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হীরাপুর গ্রামের জহুর উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২জন আহত হয়েছে। আহতরা হলো-এমি (১৩) ও মোর্শেদ আলম (৩৫)। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরনবী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একই বাড়ির প্রতিবন্ধী জাহাঙ্গীর, মোস্তফা, সাত্তার, কুদ্দুস ও অজি উল্যার বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়। ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, তার রান্না ঘরের ওপর দিকে পার্শ্ববর্তী চৌকিদার বাড়ির বাহার বসতঘরের বিদ্যুৎ সংযোগের মেইন লাইন টানে। তাকে বাঁধা দিলেও তিনি আমাদের কথা শোনেননি। মঙ্গলবার রাতে ওই সার্ভিস লাইন রান্না ঘরের চালের টিনের সাথে বৈদ্যুতিক শর্টসার্কিটের স্ফুলিঙ্গ থেকে আগুন ধরে যায়। এ সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তেই আগুন আরো ৪টি ঘরে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীরা দাবি করেন, এই অগ্নিকান্ডে তাদের ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ