Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ২ মাদক ব্যবসায়ীর সাজা

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে গত শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী পৌরশহরের ছোট যমুনা নদীর ব্রিজের নিচে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় রয়েল হোসেন (২২) ও তুহিন আলমকে (২৪) আটক করে ৪ মাস করে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার এহতেশাম রেজা। সাজাপ্রাপ্ত রয়েল হোসেন পৌরশহরের পশ্চিম গৌরীপাড়া গ্রামের শহীদুল আলমের ছেলে ও তুহিন আলম উত্তর সুজাপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি তদন্ত আব্দুর রহমান সরকার বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ধৃত রয়েল হোসেন ও তুহিন আলমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ২২-এর ঘ ধারায় ৪ মাস করে সাজা প্রদান করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুলবাড়ীতে ২ মাদক ব্যবসায়ীর সাজা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ