Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবতা বিরোধী অপরাধ মুক্তাগাছার ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার রেজাউল করিমসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল দাখিল করা হয়েছে। মামলার আট আসামীর মধ্যে ৪ জন গ্রেফতার এবং ৪ জন পলাতক রয়েছে।
আট আসামীর মধ্যে রেজাউল করিম, এবিএম ইউনুস আলী মৌলভী, মো. ইউনুস আলী, মো. ওমর ফারুক কারাগারে আছেন। অপর আসামী মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল, কাজী বদরুজ্জামান পলাতক আছেন।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী আসামীদের বিরুদ্ধে একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের হত্যা, গণহত্যা, নির্যাতন, লুট-তরাজ ও অগ্নি-সংযোগের ৮টি অভিযোগ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। পরে অভিযোগ আমলে নেয়া হয়েছে বলেও জানান প্রসিকিউটর আবুল কালাম। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ অক্টোবর পরবর্তী তারিখ ঠিক করেছেন।
রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে গতকাল রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম।
এর আগে গত ২৬ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য ১৮ সেপ্টেম্বর দিন ঠিক করেন। প্রসিকিউটর আবুল কালাম জানান, এই মামলায় ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর এ পর্যন্ত চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রাজাকার রেজাউল করিম ওরফে আক্কাসসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আসামীদের বিরুদ্ধে তদন্ত করেছেন মামলার আইও এএসপি রুহুল আমীন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানবতা বিরোধী অপরাধ মুক্তাগাছার ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ