Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে নিখোঁজ ছেলের সন্ধানে পিতা-মাতার পাগল হওয়ার উপক্রম

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা : নাটোরের সিংড়া পেট্রোবাংলা মহল্লার বীর মুক্তিযোদ্ধা ডা. এস কে মোহাম্মদ আলীর ছেলে তৈয়ব মোহাম্মদ কালু নিখোঁজ হয়েছেন। ছেলের সন্ধানে পিতা-মাতা প্রায় পাগল হয়ে গেছেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর তৈয়ব মোহাম্মদ কালু (৩০) হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হন। নিজের আত্বীয়-স্বজন সহ আশে পাশের গ্রামে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সিংড়া থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। তার বয়স ৩০ বছর, মুখে ছোট ছোট দাড়ি, গায়ের রং শ্যামলা, চেক সাদা সার্ট গায়ে, পরণে কালো টাউজার, উচ্চতা প্রায় সাড়ে ৫ফুট। পরিবারের দাবী তৈয়ব মোহাম্মদ আলী কালু মানুষিক রোগী। কোনো সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে ০১৫৫২৫৭৫৬৯১ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে সিংড়া থানার ওসির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোরে নিখোঁজ ছেলের সন্ধানে পিতা-মাতার পাগল হওয়ার উপক্রম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ