মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মুম্বাইয়ের এক ব্যক্তি আমাজনে ‘মাউথওয়াশ’ অর্ডার করেছিলেন। কিন্তু তাকে দেয়া হয় স্মার্টফোন। গত শনিবার ‘মাউথওয়াশ’ অর্ডার করে ‘স্মার্টফোন’ পাওয়া ওই ব্যক্তির নাম লোকেশ দাগা। তিনি মুম্বাইভিত্তিক একটি ট্রাভেল লাগেজ কোম্পানির সহপ্রতিষ্ঠাতা।
লোকেশ জানান, যে প্যাকেটটি এসেছে, তার ওপরে তার নাম লেখা রয়েছে। কিন্তু প্যাকেটের ভেতরে থাকা জিনিস তার নয়। তিনি আমাজন ইন্ডিয়াতে ‘মাউথওয়াশ’ অর্ডার করেছিলেন। তার বদলে তাকে দেওয়া হয়েছে স্মার্টফোন। লোকেশ বলেন, আমাজন ভুল করে তাকে ‘রেডমি নোট ১০’ দিয়েছে। প্রকৃত মালিকের কাছে স্মার্টফোনটি দিতে তিনি ই-মেইল করে বিষয়টি আমাজনকে জানিয়েছেন। তবে কোম্পানির রিটার্ন পলিসির কারণে পণ্যটি ফেরত দিতে পারেননি লোকেশ। কারণ, ‘মাউথওয়াশ’ ভোগ্যপণ্য। ভোগ্যপণ্য ফেরত নেয় না আমাজন। লোকেশ এ নিয়ে টুইট করেছেন। তার টুইট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। লোকেশের টুইটের প্রতিক্রিয়ায় অন্যরা মজার মজার সব মন্তব্য করেছেন। একজন লিখেছেন, তার ফোন দরকার। তাই তাকে এই ফোন দিয়ে দেওয়া হোক। বিনিময়ে তিনি দুটি মাউথওয়াশ দেবেন। আরেকজন লিখেছেন, যিনি স্মার্টফোন অর্ডার করেছেন, তার কী অবস্থা? সম্ভবত তিনি মাউথওয়াশ পেয়েছেন। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।