বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ফুলগাজীতে চাঁদার দাবিতে ডিস লাইনের কন্ট্রোল রুমে তালা ও সংযোগ বিচ্ছিন্ন করে তার নিয়ে গেছে সন্ত্রাসীরা। এসময় ডিজিকম এর পিডিএল ক্যাবল নেটওয়ার্কের দুই কর্মচারীকে পিটিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল ৯টায় ফুলগাজী উপজেলার গজারিয়া মাদরাসা সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে একটি ককটেল ও একটি ধারালো চুরি উদ্ধার করে। পুলিশ, ডিজিকম এর পিডিএল ক্যাবল নেটওয়ার্কের মালিক উত্তর ধর্মপুরের নুর আহমেদের পুত্র দাউদ মিয়া ও এলাকাবাসী জানান, দাউদ মিয়া দীর্ঘদিন যাবত সুনামের সহিত স্থানীয় আমজাদহাট ও বক্সমাহমুদ ইউনিয়নের ডিসের ব্যবসা চালিয়ে আসছে। পরশুরাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবু তাহেরের পুত্র আবদুর রহমান ও তার সহযোগী টিপু, কালা মিয়া ব্যবসা করতে হলে তাদেরকে প্রতিমাসে ৫০/৬০ হাজার টাকা করে চাঁদা দিতে হবে। গতকাল সকালে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আবদুর রহমান, টিপু, কালামিয়াসহ ৫/৬ জন সশস্ত্র সন্ত্রাসী গজারিয়া এলাকায় দাউদ মিয়ার কর্মচারী মো. মানিক ও মো. শাহিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুঁড়ে ও ককটেল ফাঁটিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এর আগে গত শনিবার বিকালে বক্সমাহমুদ বাজার কন্ট্রোল রুমে তালা লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মোর্শেদ পিপিএম জানান, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।