Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেন্সর বোর্ডে বন্ধন বিশ্বাসের শূন্য

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জোহা মাল্টিমিডিয়ার প্রযোজনায়, বন্ধন বিশ্বাস-এর পরিচালনায় ‘শূন্য’ সিনেমার নির্মাণ কাজ শেষ হয়েছে। সিনেমাটি এখন সেন্সর বোর্ডে পাঠানো হয়েছে। এতে দেখা যাবে নতুন জুটি তুরাজ খান ও সানজিদা তন্ময়কে। এছাড়া অভিনয় করেছেন রেসি, ওমর সানি, অরুণা বিশ্বাস, ড. এজাজ, সাদেক বাচ্চু, সিরাজ হায়দার, রেবেকা ও শিমুল খান। পরিচালক জানান, আমি অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম একটি ভিন্ন গল্প নিয়ে কাজ করবো। আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। নতুন জুটি, নতুন গল্প দর্শকদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস। গানগুলোও অসাধারণ হয়েছে। ইতিমধ্যে কিশোরের মিউজিক কম্পোজিশনে কিশোর ও কণার গাওয়া স্বপ্নের রং শিরোনামের গানটি ব্যাপক সাড়া জাগিয়েছে। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ন, পুলক, কিশোর। শীঘ্রই এটি মুক্তি দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেন্সর বোর্ডে বন্ধন বিশ্বাসের শূন্য
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ