Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে জন্য ‘খাতরোঁ কে খিলাড়ি ১১’তে অংশ নিচ্ছেন সানা মকবুল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০২ এএম

অচিরেই ‘খাতরোঁ কে খিলাড়ি ১১’তে অভিনেত্রী সানা মকবুলকে দেখা যাবে। ‘ইস পেয়ার কা কেয়া নাম দু’ অভিনেত্রী এখন স্টান্টভিত্তিক অ্যাডভেঞ্চার রিয়েলিটি শোটিতে অংশগ্রহণের জন্য দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে আছেন। অনুষ্ঠানটিতে সায় দেবার আগে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সংবাদ মাধ্যমে। এবার জানালেন কেন তিনি এতে অংশ নেবার জন্য সায় দিয়েছেন। সানা এক ট্যাবলয়েডকে জানান, প্রথম দিকে অক্ষয় কুমার যখন এই শোটি উপস্থাপনা করতেন তখন থেকেই তিনি এর ভক্ত। তার বিশ্বাস, এই অনুষ্ঠানে যারা অংশ নেয় তারা সবাই তাদের ভয়কে জয় করতে সক্ষম হয়, ঠিক এজন্যই তিনি এতে অংশ নেবার জন্য সায় দিয়েছেন। এছাড়া তার বিশ্বাস এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা যেসব স্টান্টে অংশ নেয় তা প্রাত্যহিক জীবন থেকেই নেয়া। তিনি জানান কেউ এতো উপর থেকে লাফিয়ে পড়ে না বা পোকামাকড়ের সঙ্গে বাস করে না। তিনি মনে করেন ‘খাতরোঁ কে খিলাড়ি’তে অংশ নেয়া এক জীবনের বড় সুযোগ। তিনি জানান মানুষ তার ভীতি কাটিয়ে ওঠার ধারণাটি তার পছন্দের। তিনি জানান, বেশ কিছু ভয় কাটাতে চান তিনি। বিশেষ করে তিনি গাড়ি চালাতে বা সাঁতরাতে পারেন না। স্টিয়ারিং হুইল ধরলেই তার ভীতি হয়, ঘাবড়ে যান। পানি ভালবাসলেও তিনি ভয়ের কারণে সাঁতার পারেন না। তার উচ্চতা ভীতিও আছে। এর সবগুলোই তিনি কাটাতে চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ