প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
র্যাপ গায়ক এসাপ রকি ঘোষণা দিয়েছেন তিনি গায়িকা-গীতিকার রিয়ানার সঙ্গে প্রেমে জড়িয়েছেন। ৩২ বছর বয়সী এসাপ রকি (আসল নাম রাকিম মেয়ার্স) জিকিউ সাময়িকীকে জানিয়েছেন একাধিক গ্র্যামি জয়ী গায়িকাটিকে তার ‘জীবনের একমাত্র প্রেম’ এবং ‘আমার নারী’ বলে উল্লেখ করেছেন। সাময়িকীর প্রতিবেদন থেকে জানা যায় ২০১৩থেকেই তারা প্রেম করছেন। উল্লেখ্য সেই সময় এসাপ রকি রিয়ানার (৩৩) ‘ডায়মন্ডস ওয়ার্ল্ড ট্যুর’ একসঙ্গে পারফর্ম করছিলেন, সাপোর্টিং অ্যাক্ট হিসেবে। এছাড়া এসাপের ২০১৩ সালের ‘ফ্যাশন কিলা’ মিউজিক ভিডিওতেও তারা একসঙ্গে পারফর্ম করেছিলেন। অনুভূতি জানতে চাইলে গায়ক বলেন, ‘যখন জানতে পারি, বিষয়টি জানতে পারি।’ সম্ভবত সে সব মিলিয়ে মিলিয়ন মানুষের সমান। তিনি বলেন, সেই সেই মানুষটি। গায়ক জানান, রিয়ানা (আসল নাম- রবিন রিয়ানা ফেন্টি) তার নতুন অ্যালবামের সব গান শুনেছে এবং তার মত দিয়েছে); এই অ্যালবামে এসাপের সঙ্গে গেয়েছেন ব্রিটিশ রক গায়ক মরিসি। তিনি জানান গানে রিয়ানার প্রভাব আছে। তিনি বলেন, ‘এ শুধু ভিন্ন দৃষ্টিভঙ্গি।’ তিনি জানান, তারা সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলার চেষ্টা করেন। রিয়ানা অবশ্য এই প্রতিবেদনের বিপরীতে কোনও প্রতিক্রিয়া জানাননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।