প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জয় (সিদ্ধার্থ মালহোত্রা) গণিতের শিক্ষক। তার পেশার বিষয়টি জটিল হলেও জীবনের ছকটি তার কাছে খুব সরল। সে দীর্ঘদিন ধরে দিয়াকে (ক্যাটরিনা কাইফ) ভালোবাসে। দিয়া একজন আধুনিক পেইন্টার। সুতরাং তাদের দুজনকে যদি সমীকরণে আবদ্ধ করা যায় তাহলে জয় মনে করে তার ফল হবে ভালোবাসা। কিন্তু দিয়া যখন জয়কে বিয়ের কথা বলে সে এড়িয়ে যেতে শুরু করে। সে কারণ হিসেবে নিজের আসন্ন সম্ভাবনাময় ক্যারিয়ারের উল্লেখ করে। এখানেই যদি সব চ‚ড়ান্ত হয়ে যেত তাহলেও হয়তো ভালো হতো। কিন্তু তা তো হবার নয়। একদিন সে আবিষ্কার করে সে দিয়াকে বিবাহিত হিসেবে আবিষ্কার করে। চরম বিস্ময়ে সে জানতে পারে সে আসলে দিয়ার সঙ্গে মধুচন্দ্রিমা যাপন করছে। এরপর সে তার জীবনের ভবিষ্যতের বেশ কয়েকটি পর্যায়ে দেখতে পায়। এর মধ্যে সে তার জীবনের এমন কিছু অবস্থা দেখতে পায় যা তার পছন্দের নয়। সে আরো বুঝতে পারে সে আসলে তারই এক বিকল্প ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। সে যেহেতু ভবিষ্যতে এসেছে, তবে কি অতীতেও যেতে পারবে? যদি তাই সম্ভব হতো তাহলে অতীতের কিছু ত্রæটি সে সংশোধন করতে পারত। আর তাতে তার জীবন হতো আরো নিখুঁত আর পছন্দসই। দশ বছর আগে ফিরে যাবে বলে ঠিক করে সে। ভবিষ্যৎ আর অতীতের চক্রে জয় হারিয়ে যায়। কিন্তু একসময় সে উপলব্ধি করে বর্তমানের মতো সময় হয় না। সুতরাং বর্তমানকেই সঠিকভাবে কাজে লাগানোও তার আর সবার জন্য শ্রেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।