Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিড় বাড়ছে দূরপাল্লার বাস কাউন্টারে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০৮ পিএম

করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেড় মাসেরও বেশি সময় বন্ধ ছিল দূরপাল্লার গণপরিবহন। নিষেধাজ্ঞা শেষে সরকারের দেওয়া শর্ত মেনে আজ থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। বাস চলাচল শুরু হওয়ায় সোমবার (২৪ মে) সকাল থেকেই কাউন্টারগুলোতে ভিড় জমানো শুরু করেন যাত্রীরা। অর্ধেক আসন ফাঁকা রেখে নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশে ছুটছে যাত্রীবাহী বাসগুলো।

রাজধানীর সায়েদাবাদের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপও বাড়ছে। যাত্রীদের অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। কেউ অনলাইনে আবার কেউ সরাসরি কাউন্টারে এসে টিকিট কাটছেন। ৬০ শতাংশ বেশি ভাড়ায় টিকিট কাটছেন যাত্রীরা।


সায়েদাবাদ থেকে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, বরিশাল, নোয়াখালিসহ বেশ কয়েকটি জেলায় বাস চলাচল করছে। এছাড়াও খুলনা, ফুলতলা, পিরোজপুর, গোপালগঞ্জ, নরসিংদী, কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকার যাত্রীরা এসব কাউন্টার থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন।

এনা কাউন্টারের দায়িত্বে থাকা ম্যানেজার জানান, সকাল থেকেই যাত্রীদের ভিড় আছে। ধীরে ধীরে চাপ আরও বাড়বে। সরকারের দেওয়া সব নিয়ম মেনেই বাস চলাচল করছে।

সিলেটের উদ্দেশে পরিবার নিয়ে রওনা হয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, পারিবারিক কাজে যেতে হচ্ছে। দূরপাল্লার বাস ছাড়ার অপেক্ষায় ছিলাম, তাই প্রথমদিনই চলে যাচ্ছি। বাস চলাচল বন্ধ থাকলে মাইক্রোবাসে যেতে হত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস কাউন্টার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ