Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেফতারকৃত আলেম-উলামাদেরকে নিঃশর্ত মুক্তি দিন -কওমী মাদরাসা সংরক্ষণ কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ৭:২৮ এএম

গ্রেফতারকৃত নিরপরাধ আলেম-উলামাদেরকে নিঃশর্ত মুক্তি দিন। নির্দোষ আলেম উলামাদের বিরুদ্ধে পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ইসলাম ও কওমি মাদরাসা বিরোধী একটি অপশক্তি দেশের শীর্ষ আলেম-উলামা ও মুরব্বীদের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় নানা অপবাদ ও মিথ্যা প্রচারনায় লিপ্ত রয়েছে। এসব অপশক্তি সর্ম্পকে সর্তক থাকতে হবে। গতকাল রোববার রাজধানীর যাত্রাবাড়ীস্থ একটি রেস্টুরেন্টে কওমি মাদরাসা সংরক্ষণ কমিটির ঈদ-পুর্নমিলনী সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় দেশের বিরাজমান পরিস্থিতিতে কওমি অঙ্গনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হাইআতুল উলিয়া ও বেফাকের সাম্প্রতি গৃহীত সিদ্ধন্তাবলীকে স্বাগত জানিয়েছে কওমি মাদরাসা সংরক্ষণ কমিটি। সংগঠনের আহবায়ক মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা কবীর আহমাদ আড়াইহাজারী. মাওলানা মুখলেছুর রহমান কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান রহমানী, মাওলানা সুলতান আহমাদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আশরাফ আলী, মাওলানা আব্দুল্লাহ ইদ্রিস। এসময় সভায় হাইআতুল উলিয়ার সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসাসমূহ খুলে দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। সভায় কওমি মাদরাসা নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে উধাত্ত আহবান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ