Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটোশুটে টপলেস সুচিত্রার নাতনী!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০০ এএম

নিজের শর্তে যারা বাঁচেন, তাদের তালিকায় পড়েন বাংলঅ সিনেমার চির সবুজ নায়িকা সুচিত্র সেনের নাতনী রাইমা সেন। টলিউড কিংবা বলিউডের ইঁদুর দৌঁড়ে শামিল হওয়ার কোনও তাড়া নেই অভিনেত্রীর। সিনেমা হোক বা সিরিজ, পছন্দ হলে অভিনয়ে সম্মতি দেন।

এসবের বাইরে নিজের মত থাকতেই ভালোবাসেন মুনমুনকন্যা রাইমা। করোনাকালেও তিনি নিজের এই মেজাজ অক্ষত রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন নিজের সাম্প্রতিক ফটোশুটের ছবি দিয়ে।
ছবিতে রাইমা সেন নীল রঙের জিন্স পরেছেন। উর্ধাঙ্গ সম্পূর্ণ অনাবৃত। অভিনেত্রী বক্ষযুগল সামান্য কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। ঢেউ খেলানো পিঠে এক টুকরো সূতো পর্যন্ত নেই। ছবির ক্যাপশনে রাইমা জানিয়েছেন বিশেষ এই ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন তথাগত ঘোষ। তিনিই স্টাইলিং করেছেন। মেকআপ করেছেন অমিত কারক।
রাইমার এই বোল্ড অবতারে বেশ খুশি অনুরাগীরা। কমেন্টবক্সে অনেকেই প্রশংসা করেছেন। কেউ রাইমার চোখের প্রশংসা করেছেন। কেউ আবার তাকে এজলেস বিউটির তকমা দিয়েছেন। গত বছর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে দেখা গিয়েছিল রাইমাকে। তারপর থেকে নায়িকাকে ওয়েব প্ল্যাটফর্মেই বেশি দেখা গেছে।

কিছুদিন আগে হইচই প্ল্যাটফর্মের ‘হ্যালো’ সিরিজের তৃতীয় মৌসুমে নজর কাড়েন অভিনেত্রী। কিছুদিন আগেই আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য লাস্ট আওয়ার’। সেখানে নিমার চরিত্রে অভিনয় করেন রাইমা।জি৫ প্ল্যাটফর্মের ‘ব্ল্যাক উইডোজ’ সিরিজে হয়েছিলেন ইনায়া ঠাকুর। সূত্র : ইন্ডিয়া টাইমস, নিউজ ১৮।



 

Show all comments
  • মীর নিসার উদ্দিন ২৪ মে, ২০২১, ২:৪৪ এএম says : 0
    ইনকিলাব ও কি প্রথম আলু হয়ে গেলো?
    Total Reply(0) Reply
  • মোঃ রুবেল চৌধুরী ২৪ মে, ২০২১, ২:৪৪ এএম says : 0
    এই সমস্ত নোংরা কাজ ও বেহায়াপনা সম্পর্কিত নিউজ ইনকিলাবের স্ট্যাটাস আর সেন্টিমেন্টের সাথে যায় না। সবার জন্য সবকিছু নয়।
    Total Reply(0) Reply
  • মুক্তিকামী জনতা ২৪ মে, ২০২১, ২:৪৫ এএম says : 0
    চরিত্রহীন মেয়েদের নিয়ে নিউজ না দিলে কোনো ক্ষতি হবে বলে মনে হয় না।
    Total Reply(0) Reply
  • রুকাইয়া খাতুন ২৪ মে, ২০২১, ২:৪৫ এএম says : 0
    সবক্ষেত্রে বেহায়াপনা ত্যাগ করা জরুরি।
    Total Reply(1) Reply
    • Harunur Rashid ২৪ মে, ২০২১, ৬:২৯ এএম says : 1
      Thanks a lot sister.
  • Dadhack ২৪ মে, ২০২১, ১১:৫৯ এএম says : 0
    We don't want to see this shameless, lewd, nude women is our news paper because it spread adultery, fornication. Allah warned those who spread shameless: সূরা:24: Ayat:19: “নিশ্চয় যারা যারা ঈমানদারদের মধ্যে লজ্জাজনক বিষয় প্রচার ও অশ্লীলতা ছড়িয়ে দিতে পছন্দ করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে এক বেদনাদায়ক আযাবের শাস্তি। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জান না।” Surah:7:Ayat:28 ”আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন বলে আমরা এতে আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন, বল নিশ্চয়ই আল্লাহ অশ্লীল কাজের নির্দেশ দেন না তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছ যা তোমরা জানো না” Surah:17:Ayat:32: “তোমরা অবৈধ যৌন সংযোগ এর ধারে-কাছে যেও না ওটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ” (সূরা:7: Ayat: 33) "তাদেরকে বলুন:" আমার পালনকর্তা কেবল প্রকাশ্য বা গোপনীয়, অশ্লীল কাজ নিষিদ্ধ করেছেন" (সূরা:6: Ayat:151) "তাদেরকে বলুন (হে মুহাম্মদ!) 'এমনকি লজ্জাজনক বিষয়গুলির ধারে কাছেও যেয়ো না – এগুলি প্রকাশ্য বা গোপনীয় হোক" সূরা: ২৪:Ayat২১: "কুরআনের বিভিন্ন স্থানে আল্লাহ আমাদের শয়তানের পদক্ষেপ অনুসরণ না করার জন্য সতর্ক করেছেন:" হে মুমিনগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়."
    Total Reply(0) Reply
  • md. nurul amin ২৫ মে, ২০২১, ৮:৫৩ এএম says : 0
    Behayapona samoik moja ba anondo dei kintu dirghosthai anondo dei na .
    Total Reply(0) Reply
  • Mustafizur Rahman Ansari ২৮ মে, ২০২১, ১০:৪৪ পিএম says : 0
    Same
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ