বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকার ৫ হাজার জনগণ স্বাধীনতার ৫০ বছরেও বিশুদ্ধ পানির সঙ্কট থেকে মুক্ত হয়নি। কয়েক কি.মি. দূরত্ব গিয়ে বিশুদ্ধ পানি বহন করে আনা হয়। প্রশাসনের নিকট এলাকাবাসীর দাবি একটি ডিপটিবওয়েল স্থাপন। ওয়াগ্গা ইউনিয়নের একটি ওয়ার্ড শিলছিড় এখানে প্রায় পাঁচ হাজার বাঙ্গালী-উপজাতীয় লোকের বসবাস। এখানে উপজেলা পরিষদ, জেলা পরিষদ সদস্য, ইউপি চেয়ারম্যান, সদস্য, নির্বাচিত হওয়ার পরও এলাকার বসবাসরত জনসাধারণের ভাগ্যে একটি ডিপটিউবওয়েল জোটেনি বলে এলাকাবাসীর অভিযোগ। অত্র এলাকার জনসাধারণ বিশুদ্ধ পানির জন্য তীব্র সঙ্কটে ভুগছে। পানির অভাবে কয়েক কিলোমিটার দূরে গিয়ে এলাকার লোকজন বিভিন্ন যানবাহনের মাধ্যমে পানি সংগ্রহ করতে হচ্ছে।
আর এ পানি আনতে গিয়ে ঘন্টার, পর ঘণ্টা অপেক্ষা ও অতিরিক্ত টাকা, পরিবহন খরচ, শ্রম দিতে হচ্ছে। বিশুদ্ধ পানি না পাওয়ার দরুন এলাকার লোকজন পাশ্ববর্তী নদীর পানি পান করার ফলে ডায়রিয়া, টাইফয়েড, চম্যরোগসহ বিভিন্ন পানি বাহিত রোগে অসুস্থ হয়ে পড়ছে। এলাকার বসবাসরত মো. এমরান হোসেন, রহিম উল্লা, ফাইমং কারবারী, শহিদউল্লা, হোসেন মোল্লা, হাজি সিরাজ ও ভুট্রো এরা বলেন, যুগ, যুগ ধরে ডিপটিউবওয়েল ভাগ্যজোটেনি। আমরা বহুদূর হতে অর্থাৎ বড়ইছড়ি, বিজিবি ক্যাম্পসহ বিভিন্ন এলাকা হতে বাহনযোগে পানি এনে তা ব্যবহার করছি। বিশুদ্ব পানি না পাওয়ার কারণে আমাদের পরিবারের লোকজন ময়লা দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেন।
তারা প্রশাসনের নিকট শিলছড়ি এলাকায় একটি ডিপটিউবওয়েল স্থাপন করার আহবান জানান। এদিকে শিলছড়ি এলাকার ইউপি সদস্য মাহাবুব আলম বলেন, বিশুদ্ধ পানি যন্ত্রণায় ভুগতেছি। তিনি আরো বলেন, উক্ত শিলছড়ি আনসার ক্যাম্প ও আইডিএফের দু’টি টিউবওয়েল ছিল দীর্ঘ দিন যাবৎ সে দু’টো বিকল হওয়ার ফলে লোকজনের কষ্টের মাত্রা বেড়ে গেছে। এখন লোকজন বহুদূর হতে বিভিন্ন বাহনের মাধ্যমে খাওয়ার পানি সংগ্রহ করছে। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশলীর যে সকল রিংওয়েল ছিল তা দীর্ঘ বছর যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে। অনেক বলা হলেও তা আর মেরামত করা হয়নি। আমরা চাই উক্ত এলাকায় একটি ডিবটিউবওয়েল দিয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হউক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।