বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্দুকের গুলিতে নির্মমভাবে হত্যা করা হয় চৈতন নগর গাগুটিয়া শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র সুমেল আহমদকে (১৭)। মারাত্মক গুলিবিদ্ধ হয় সুমেলের পিতা আব্দুল মালিক (৫০)। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১ মে ঘটে যাওয়া এ ঘটনার ২৩ দিন পার হলেও গ্রেফতার হয়নি হোতা সাইফুল।
ছেলে হত্যার খুনি সাইফুলসহ তার সহযোগীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করে খুনিদের ফাঁসির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন সুমেলের মা। লেখাপড়ার পাশাপাশি পরিবারের একমাত্র উপার্জনকারি ছিলেন সুমেল। তাকে চিরতরে হারিয়ে তার নির্বাক মা এখন দিশেহারা। পরিবারের একমাত্র কর্তা তিনিও মাথায় ৬টি গুলি নিয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ৫-৬ জনের পরিবার এখন নিঃস্ব। একদিকে ছেলে হারানোর শোক, অন্যদিকে স্বামী হাসপাতালে। কিভাবে চলবে তাদের এই মানবেতর জীবন।
তারপরও খুনিদের গ্রেফতার দেখতে চান বাক প্রতিবন্ধি সুমেলের মা খয়রুন নেছা। গতকাল রোববার সকালে কৃষক ছরকুম আলী দয়াল ও সুমেল হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেটের বিভাগীয় সহকারি পুলিশ কমিশনার জেদান আল মুছা। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত হলে ছেলে হত্যার বিচার চেয়ে আর্তনাদ করেন সুমেরের মা।
এ সময় উপস্থিত ছিলেন, চাউলধনী হাওর কৃষক বাঁচাও আন্দালনের আহবায়ক আবুল কালাম আজাদ, আরিফ উল্লাহ সিতাব, ইউপি সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া, সুমেলের চাচা নজির আহমদ, আহমদ আলী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।