রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাটে সমতল ভ‚মিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের ক্রসব্রিড বকনা গরু, খাদ্য ও গরুর সেড তৈরির উপকরণ টিন, খুঁটি ও ইট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও আ.লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, প্রাণিসম্পদ বিভাগের উপ-প্রকল্প পরিচালক ডা. আনোয়ার সাদাত, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। অনুষ্ঠানে তিরানব্বই জন সুফলভোগীদের মাঝে একটি করে বকনা গরু, গরুর সেড তৈরির জন্য পাঁচটি করে ঢেউটিন, ইট ও ১২৫ কেজি করে খাদ্য বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।