Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সর্বজয়া’তে কেন্দ্রীয় ভূমিকায় দেবশ্রী রায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০২ এএম

টালিগঞ্জের এক সময়ের শীর্ষ অভিনেত্রী দেবশ্রী রায় অনেকদিন পর অভিনয়ে ফিরছেন। আসন্ন ধারাবাহিক ‘সর্বজয়া’তে তাকে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রটি সর্বজয়া ওরফে জয়া নামে এক সাধারণ গৃহবধূর, যে একজন দায়িত্বশীল স্ত্রী ও মা, এছাড়া একসময় সে নাচ করত, কিন্তু পরিবারের দায়িত্ব নিয়ে সে তার স্বপ্নকে ছেড়ে দেয়। স্টার জলসার ‘শ্রীময়ী’তে ইন্দ্রাণী হালদারও অনুরূপ চরিত্রে অভিনয় করছেন, যে তার পরিবারে অপাংক্তেয়। তবে এক্ষেত্রে অমিল হল সর্বজয়ার স্বামী অনিন্দ্য তার পাশে থাকে। মিল দেখা গেলেও নির্মাতারা আশ্বাস দিয়েছে এতে দর্শকরা নতুন কিছু দেখতে পাবে। জি বাংলার ধারাবাহিকটিতে আরও অভিনয় করবেন কুশর চক্রবর্তী, মৌমিতা গুপ্ত, স্বাগতা মুখার্জী, মনোজ ওঝা প্রমুখ। বেশ কিছুটা বিরতির পর দেবশ্রীকে সর্বশেষ পারফর্ম করতে দেখা গিয়েছিল ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর হোলি-স্পেশাল পর্বে, যেটিতে বিচারকের আসনে ছিলেন মিঠুন চক্রবর্তী, দেব, মনামী ঘোষ। তারও কিছু আগে সৌরভ গাঙ্গুলীর উপস্থাপনায় ‘দাদাগিরি আনলিমিটেড’-এর একাধিক বিশেষ পর্বে অংশ নিয়েছিলেন। বাণিজ্যিক ও শিল্পসমৃদ্ধ, উভয় ধারার চলচ্চিত্রে দেবশ্রী তার দক্ষতা প্রমাণ করেছেন। গত কয়েকবছর ধরে তিনি রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত আছেন। বলাই বাহুল্য এই সময়টা তিনি তার অভিনয় ক্যারিয়ারকে পাশে সরিয়ে রাখেন, এবং এই দূরত্ব এ যাবত বজায় রেখে এসেছেন। রাজনীতি ছাড়া দেবশ্রী প্রাণী অধিকার আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছেন। তার অভিনয়ে সিরিয়ালটির শুটিং অচিরেই শুরু হবে। দেবশ্রী ‘উনিশে এপ্রিল’, ’৩৬ চৌরঙ্গী লেন’ এবং ‘দাদার কীর্তি’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেবশ্রী রায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ