মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের বায়ইন নগরের পাহাড়ি এলাকায় ১০০ কিলোমিটার ম্যারাথনের অংশ নিয়ে শিলা বৃষ্টি, বরফশীতল বৃষ্টি ও তুমুল বাতাসের কারণে ২১ জন মারা গেছেন বলে রোববার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। স্থানীয় উদ্ধারকারীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় স¤প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, ওই ঘটনায় নিখোঁজ এক দৌড়বিদকে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে নয়টায় উদ্ধার করা হয়েছে। কিন্তু তিনি হাত-পা নাড়াতে পারছেন না। সিসিটিভি বলছে, ‘এখন পর্যন্ত ওই ঘটনায় মারা গেছেন ২১ জন।’ বায়ইন নগর কর্মকর্তারা রোববার সকালে এক ব্রিফিংয়ে জানায়, তারা ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হতে পেরেছে। সেই সঙ্গে এক জনের নিখোঁজ থাকার তথ্য রয়েছে তাদের কাছে। নগর কর্তৃপক্ষ বলছে, শনিবার বিকেলে উত্তরপশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের বাইয়ান শহরের পাশে ইয়োলো রিভারের পাথরবেষ্টিত বনে ম্যারাথনে বিরূপ আবহাওয়া আঘাত হানে। নগরীর মেয়র ঝাং জুচেন বলেন, দুপুরের দিকে যখন ২০ থেকে ৩১ কিলোমিটারের মধ্যে যখন আল্ট্রা ম্যারাথনের অংশ হিসেবে কোর্সে অংশ নিলে হঠাৎ করেই এই বিরূপ আবহাওয়া হানা দেয়। ঝাং বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই স্থানীয় এলাকায় শিলাবৃষ্টি ও বরফশীতল বৃষ্টি শুরু হয়। তাপমাত্রা একেবারে কমে যায়। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে শুরু
করে।’ এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।