Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা সিন্ডি ক্রফোর্ডকে কৃতজ্ঞতা জানালেন কায়া গার্বার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০২ এএম

মডেল কায়া গার্বারের প্রথম পরিচয় হল তিনি এক সময়ের সুপারমডেল সিন্ডি ক্রফোর্ডের কন্যা। এই পরিচয়ে তার কোনও আপত্তি নেই আর তিনি তার মায়ের প্রতি তাকে ফ্যাশনে ভুল পদক্ষেপ নিয়ে নিজেকে শুধরে নেবার সুযোগ দেবার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন। ‘আমার মায়ের কাছ থেকে সেরা যে পরামর্শ পেয়েছি তা হল- ‘কমই ভাল’। এছাড়া তিনি আমাকে ফ্যাশনে ভুল করার অবকাশ দিয়েছেন, আর আমি এর কারণ বুঝি। আমার মনে হয় আমার সবচেয়ে বড় ভুল হল সবসময় সেজে থাকা। যখন মডেলিং শুরু করেছিলাম, কাজের বাইরে থাকলেও আমি হিল পরে থাকতাম আর এই চল পুরো এক বছর বজায় ছিল,’ ভোগ সাময়িকীর ‘সেভেন ডেজ, সেভেন লুকস’ সিরিজের এক ভিডিও ক্লিপে কায়া (১৯) বলেন। তিনি জানিয়েছেন, তার স্টাইল একেবারেই তার মায়ের মত। ‘আমার মা বরাবরই ক্লাসিক সাজকে অগ্রাধিকার দিতেন। তাই এটি আমি তার কাছ থেকেই পেয়েছি। তিনি আমাকে সবসময় প্রচলিত জিনিসগুলোই দিতেন, যা সহজেই বদলান যায়। কখনও কখনও মায়ের ছবি দেখলে মনে হয় আমি আমাকেই দেখছি। একবার মার্ক জেকবসের ভারি পোশাকের একটি ছবি পোস্ট করার পর মা টেক্সট করেন,‘কায়া, আমি কসম কেটে বলছি নব্বই দশকে আমার এমন পোশাক ছিল’, তিনি আমাকে একটি ছবি পাঠান আর তা একেবারে একরকম ছিল,’ কায়া বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কায়া গার্বা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ