Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দূরপাল্লার বাস চলাচলে মালিক সমিতির নির্দেশনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ৬:৪০ পিএম

কঠোর স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২৪ মে) থেকে দূরপাল্লার বাস চালানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

রবিবার (২৩ মে) সমিতির সকাল জেলা শাখা ও ইউনিটগুলোতে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেন সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
চিঠিতে তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নি¤œবর্ণিত নির্দেশনা অনুসরণ করে সোমবার (২৪মে) থেকে দূরপাল্লা রুটের বাস চলাচল করবে।

নির্দেশনাগুলো হচ্ছে:

১. মাস্ক ছাড়া কোনও যাত্রী গাড়িতে উঠতে পারবে না। গাড়ির চালক, সুপারভাইজার কন্ডাক্টর, হেলপার এবং টিকেট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। তাদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানি, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

২. গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে। অর্থাৎ ২ সিটে ১ জন যাত্রী বসবে। অর্ধেক যাত্রী বহন করার প্রেক্ষিতে বিআরটিএ'র সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের নিকট থেকে বর্তমান ভাড়ার অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া আদায় করা যাবে

৩. যাত্রার শুরু ও শেষে গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

৪. গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।

উল্লেখিত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য সংশ্লিষ্ট সমিতির সদস্যদের নির্দেশনা দেন খন্দকার এনায়েত উল্যাহ।



 

Show all comments
  • Tofazzal Hossain ২৩ মে, ২০২১, ১০:০২ পিএম says : 0
    Good news eid ar moddhe hoile aro valo hoito. Tar pore o good news
    Total Reply(0) Reply
  • মো আঃ রশিদ মিয়া ২৪ মে, ২০২১, ৭:১৩ এএম says : 0
    একই পরিবারের চারজন লোক বাড়িত যাবে তার যাতে চার সিটে যেতে পারে সে ব্যবসথা রাখুন অপচয় ক্ষতিকর,তা সে যার টাকাই হোক।
    Total Reply(0) Reply
  • নাহিদ ২৪ মে, ২০২১, ৮:১২ এএম says : 0
    বাঙ্গালি আমরা অনেক খারাপ নিয়ম তো মানতে চাই না। ড্রাইভার / হেলপার আরও বেপরোয়া ভাড়া তো বেশী নেয় সাথে পেসেন্জারও কথা বললে নানান ঝামেলা করে। কতৃপক্ষের দৃষ্টি কামনা করছি। জনগন আইন মানতে বাধ্য করা হোক।
    Total Reply(0) Reply
  • আব্দুর রহিম ২৪ মে, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
    ফ্যামিলি মেম্বার যেমন স্বামী+স্ত্রী, মা+বাবা,বাবা+ছেলে,বা মা+মেয়ে,এরকম যদি হয় তাহলে তারা পাসাপাশি বসে যেতে পারবে কি?
    Total Reply(0) Reply
  • Mominul+Hoque ২৫ মে, ২০২১, ১০:৩২ এএম says : 0
    দুই সীটে একজন যাত্রী যাবে ৬০% বাড়া অতিরিক্ত। এতে করে একটি গাড়ি নির্দিষ্ট গন্তব্যে যেতে আগের মতই জ্বালানী ও আনুসাঙ্গীক খরচ হচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী যাত্রীর ৬০% অতিরিক্ত খরচ হচ্ছে বাস মালিকদের ৪০% ঘাটতি থাকছে। আমার পরামর্শ হলো দুই সীটের মাঝখানে অস্থায়ী পার্টিশনিং সিস্টেম করলে উভয়েই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং দেশের জ্বালানী অপচয় রোধ হবে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
    Total Reply(0) Reply
  • Md.matin Md.matin ২৬ মে, ২০২১, ৭:০৭ পিএম says : 0
    কোনটাই মানা হচ্ছে না।
    Total Reply(0) Reply
  • Md Fardaus Hossain ২৭ মে, ২০২১, ৯:০৮ এএম says : 0
    আমার জানা মতে, দেশের সব জায়গাতেই গাড়ি ভর্তি যাত্রী ভাড়া দ্বিগুন। আইনের আশ্রয় নিতে গেলে বলে, আমাদের কি করার। ড্রাইভার, কন্ট্রাক্টরকে বললে তারা বলে ভই,-প্রতি টিপে পুলিশকে ৩ হাজার দিতে হয় সে টাকা কোথায় পাবো? আহা রে দেশ?! আইন তোমার কাছে যে কত অসহায় ;
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালিক সমিতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ