Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে হত্যা

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মিতু ম-ল (১৬) নামের এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে মিলন ম-ল নামের এক বখাটে। গতকাল রোববার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার আলিসাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ডাসার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে এবং ঘাতক বখাটেকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ ও গ্রামবাসী জানায়, নবগ্রাম এলাকার আলিসাকান্দি গ্রামের নির্মল ম-লের মেয়ে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মিতু ম-ল স্কুলে আসার সময় একই গ্রামের বিরেন্দ্রনাথ ম-লের বখাটে ছেলে মিলন ম-ল (১৮) নিয়মিত প্রেম নিবেদন করে আসছিল। কিন্তু স্কুলছাত্রী মিতু ম-ল তা প্রত্যাখ্যান করায় সে ক্ষিপ্ত হয়ে স্কুলে আসার সময় পথিমধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় গ্রামবাসী বখাটে মিলন ম-লকে আটক করে পুলিশে সোপর্দ করে। অপরদিকে ছুরিকাঘাতে আহত ছাত্রী মিতু ম-লকে চিকিৎসার জন্য নেয়ার পথে সে মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেমে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ