Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ল লকডাউন তবে চলবে দূরপাল্লার বাস

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ১১:৪৭ এএম | আপডেট : ১২:০৫ পিএম, ২৩ মে, ২০২১

করোনা মহামারি মোকাবিলায় সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মেয়াদ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে লকডাউন বাড়লেও অর্ধেক যাত্রী নিয়ে এ সময় চলাচল করতে পারবে সবধরনের গণপরিবহন। এ তালিকায় যুক্ত হলো দূরপাল্লার বাসও। এছাড়া হোটেল ও রেস্তেঁরাতেও সীমিত পরিসরে বসে খাওয়া যাবে।
রোববার (২৩ মে) বেলা ১২টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এরআগে বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর পক্ষে ছিল।

এরআগে এ প্রসঙ্গে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লা গণমাধ্যমকে বলেন, গত ১৮ মের পর আর কোনো আপডেট নেই। মিটিংও হয়নি। আমাদের মূল ফোকাস স্বাস্থ্যবিধি মানার জন্য সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া। স্বাস্থ্যবিধি না মানলে বিপদ আছে।

তিনি আরও বলেন, টিকা কার্যক্রম জোরদার করতে হবে। আমাদের টার্গেট ১২ কোটি টিকা প্রদান। এটা নিশ্চিত করতে হবে। ঈদের সময়ের পরিস্থিতির কারণে করোনা বেড়ে যাওয়া শঙ্কাটা এখনও আছে। এই মাসের শেষ সপ্তাহ থেকে পুরো জুন মাসই ঝুঁকির মধ্যে আছি আমরা।

কোভিড-১৯ সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারাদেশে গত ৫ এপ্রিল থেকে শুরু হয় সাত দিনের লকডাউনলকডাউন শেষে দুদিন বিরতির পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়।

সেই মেয়াদ শেষ হয় গত ২১ এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে লকডাউন বাড়ানো হয় ৫ মে পর্যন্ত।
এরপর গত ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠকে আবারও লকডাউন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।



 

Show all comments
  • কুদ্দুস তালুকদার ২৩ মে, ২০২১, ৪:৩৫ পিএম says : 0
    যারা সরকারী চাকুরীজীবি বসে বসে বেতন উঠায় তাড়া চাড়া লকডাউনের পক্ষে আছে এমন লোক দেশে খুজে পাওয়া যাবে না। যারা সরকারী অর্থ খেয়ে এসি রুমে বসে লকডাউন দেয় তারা কখনো বুঝবে না মানুষ কত কষ্টে আছে।
    Total Reply(0) Reply
  • MD Delwar Hossen ২৩ মে, ২০২১, ৪:৩৬ পিএম says : 0
    what is lockdown
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মুজিবুর রহমান ২৩ মে, ২০২১, ৪:৩৬ পিএম says : 0
    সরকার ঘোষিত লকডাউন সরকারি অন্যান্য জিনিসের মতো যা কাগজে আছে বাস্তবে নেই
    Total Reply(0) Reply
  • Riajul Islam Biswas ২৩ মে, ২০২১, ৪:৩৬ পিএম says : 0
    জানালা বন্ধ করে দরজা খোলা রাখার নামই বাংলাদেশের লকডাউন
    Total Reply(0) Reply
  • Salim Khandokar ২৩ মে, ২০২১, ৪:৩৬ পিএম says : 0
    তাহলে এটা কিসের লকডাউন? তামাশা দেখছে বাংলার মানুষ।
    Total Reply(0) Reply
  • Md. Wahed Ali ২৩ মে, ২০২১, ৫:০৫ পিএম says : 0
    What is called Lock Down? Only Education Locked???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস চলাচল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ