Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের শিকার যুবতীর আত্মহত্যা

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জে) উপজেলা সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণের অপবাদ সইতে না পেরে সীমা সরকার (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। পুলিশ ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। গত শনিবার উপজেলার পীড়ারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা মাধব সরকার বাদি হয়ে ২ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণের মামলা করেছে। পুলিশ রাতেই ধর্ষক পলাশ সরকারকে (৪০) গ্রেফতার করেছে। সে একই গ্রামের সুনিল সরকারের ছেলে। ঘটনার বিবরণে জানা গেছে, সীমা সরকারের সাথে একই গ্রামের পলাশ সরকার অবৈধ সম্পর্ক স্থাপন করে গত বুধবার রাতে পার্শ্ববর্তী পোল্ট্রি ফার্মে এনে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হয়ে গেলে গত বৃহস্পতিবার রাতে স্থানীয়দের মাধ্যমে ধর্ষককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে আবার পলাশ সীমাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা চালায়। এ অপবাদ সইতে না পেরে সীমা গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার মা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার পল্লব কুমার অধিকারী উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসতাপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তার মৃত্যু হয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণের শিকার যুবতীর আত্মহত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ