নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফিদে ওয়ার্ল্ড কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান কন্টিনেন্টাল ইনডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ড্র করলেও হেরে গেলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরাতন ভবনস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ৩ নং সিডেড খেলোয়াড় ইরানের গ্র্যান্ডমাস্টার আমিন তাবাতাবেইয়ের সঙ্গে ড্র করেন নিয়াজ মোরশেদ । তিনি সাদা ঘুঁটি নিয়ে আমিন তাবাতাবেইয়ের ডাচ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলেন। ৩৫ চাল পর্যন্ত খারাপ অবস্থানে থাকলেও ৩৮ চালে অবস্থান ভাল করে জয়ের অবস্থায় চলে যান বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। কিন্তু ৫৩ নং চালে ভুল করলে জয় হাতছাড়া হয় নিয়াজের। ৫৭ চালে ড্র করেন তিনি।
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এ রাউন্ডে চীনের গ্র্যান্ডমাস্টার জু ইয়ং লুনের কাছে হেরে যান। রাজীব সাদা ঘুঁটি নিয়ে জু ইয়ং লুনের বিরুদ্ধে কুইন্স গ্যাম্বিট কিলাইনড পদ্ধতির খেলায় ৩৩ চাল পর্যন্ত অবস্থান ধরে রাখলেও পরবর্তী অবস্থান খারাপ করে ফেলেন এবং ৫১ চালে হেরে যান।
আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল মঙ্গোলিয়ার বায়সগালান খিসিংবাটারকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার শাকিল কালো ঘুঁটি নিয়ে ক্যারোকান-ডিফেন্স পদ্ধতির ক্লাসিক্যাল বিশ্লেষন ধারার খেলায় ৪৪ চালে জয়ী হন।
দুই খেলায় দেড় পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজ ২০ জনের সঙ্গে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। রাজীব ও আন্তর্জাতিক মাস্টার শাকিল দুই খেলায় এক পয়েন্ট করে এবং ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস আধা পয়েন্ট পেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।