Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৫

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

দেশের দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫ জন ও আহত হয়েছে ৫ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
লাকসাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ঢাকা যাবার পথে লাকসামে মাইক্রোবাস খালে পড়ে পানিতে ডুবে ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌর শহরের ছিলোনিয়া (ফতেপুর) লাকসাম দক্ষিণ বাইপাস সড়ক এলাকায় রাস্তার পার্শ্ববর্তী খালে পড়ে পানিতে ডুবে ৩ শিশুসহ ৫ জন নিহত হয়। জানা যায়, রোববার সকাল সাড়ে ৭টায় নিজ মাইক্রোবাস ঢাকা মেট্রো-গ-৩১-৫৫৪১ লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে পৌর শহরের ছিলোনিয়া (ফতেপুর) এলাকায় ব্রিজ অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা লক্ষ্মীপুর সদরের দেলিয়াই গ্রামের ঢাকা প্রবাসী আনোয়ারুল কবির (৪৫), সাহাবুদ্দিন (৪০) ও তাদের ৩ শিশু রাইকা মুনতাসির (১২), রাইসা তাবাসছুম (৭), ছাইন আল মুনতাসির (৩) ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনায় আনোয়ারুল কবিরের স্ত্রী মারজান বেগম (২৮) ও শাহবুদ্দিনের স্ত্রী জান্নাতুল নাইম (২৯) গুরুতর আহত হয়। আহতদের লাকসাম ফেয়ার হেলথ হসপিটালে ভর্তি করা হয়েছে। নিহত আনোয়ারুল কবির ও শাহাবুদ্দিন ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ও ঢাকা প্রবাসী। দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন, লাকসাম থানা পুলিশ, লালমাই হাইওয়ে পুলিশ, লাকসাম ফায়ার সার্ভিস ও কুমিল্লা থেকে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে। পানির নিচ থেকে দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী মাইক্রোবাস ও নিহত যাত্রীদের লাশ উদ্ধার করে লালমাই হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মাইক্রো চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শাহরাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, শাহরাস্তিতে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় সিএনজি চালককে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শনিবার সকাল ১০টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওয়ার”ক মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সকালে হাজিগঞ্জগামী সিএনজি চাঁদপুর-থ-১১-৩৬৯৭ এবং কুমিল্লাগামী ঢাকা মেট্রো গ-৩৭-৮৩৫৭ প্রাইভেকার ওই সড়কে মৌতাবাড়ি এলাকা অতিক্রম করার সময় সংঘর্ষে গাড়ি দুইটি দুমড়েমুচড়ে যায়। ওই সময় সিএনজিতে আরোহী ৪ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উপলতা ভূঁইয়াবাড়ি মো: মনির হোসেনের স্ত্রী শাহনাজ বেগম (৪০), ছেলে মো: নোমান হোসেন (১৫), মেয়ে মিথিলা (১১) ও দুই মাসের শিশুকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। একই সময় ওয়ার”ক আনারগামী বাড়ির আ: ছাত্তারের ছেলে সিএনজি চালক মো: শাহআলমকে (৩০) মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক মো: কামাল উদ্দিন দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৫
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ