বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরার সময় নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. সজীব নামে এক যুবক মারা গেছেন। এছাড়াও এ ঘটনায় শামীম নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে জেলার মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আরিফুল ইসলাম জানান, গত শুক্রবার কুমিল্লায় আমাদের এক বন্ধুর বিয়ে ছিল। গতকাল সেখান থেকে মোটরসাইকেলে করে সজীব ও শামীম ফিরছিলেন। দুপুরে মদনপুর এলাকায় দুর্ঘটনায় তারা আহত হন। পরে স্থানীয়রা অ্যাম্বুলেন্সে করে তাদের ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন। খবর শুনে এখানে এসে দেখি সজীব আর নেই। শামীমের অবস্থাও ভাল না।
নিহত সজীবের বাবা সরোয়ার জানান, গত শুক্রবার কুমিল্লায় বিয়ের দাওয়াতে গিয়েছিল তারা। দাওয়াত খেয়ে আমার ছেলের বাসায় ফেরা হলো না। কীভাবে তারা দুর্ঘটনার শিকার হয়েছে, তা জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বলেন, তারা দুজনই বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। গতকাল দুপুরে ফেরার পথে মদনপুর এলাকায় দুর্ঘটনায় শিকার হন তারা। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সজীব নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোর্শেদ নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে সাইনবোর্ডের ভুইঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে মোর্শেদকে উদ্ধার করে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আলী আকবর বলেন, গতকাল সকালে মোর্শেদ মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজের উদ্দেশে বের হন। ভুইঘর এলাকায় আসলে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মোর্শেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় তিনি মারা গেছেন। তিনি আরও বলেন, মোর্শেদের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। সাইনবোর্ডের ভুইঘর এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।