Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্বালানি সুরক্ষা ও বিদ্যুতের অপচয় রোধে শপথ

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে

সাতক্ষীরার শ্যামনগরে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জ্বালানি সুরক্ষা ও বিদ্যুতের অপচয় রোধে শপথ নিয়েছে যুব সমাজ। এতে যুবকদের শপথবাক্য পাঠ করান শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম। গতকাল রোববার সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ কর্মসূচির আয়োজন করে। এর আগে উপজেলা চত্বর থেকে ‘নবায়নযোগ্য শক্তি ব্যবহার করি, পরিবেশ ও স্বাস্থ্য ভালো রাখি’ সেøাগানকে সামনে রেখে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসীন উল মুলক, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবার কবীর, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কুমদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক আল ইমরান, বারসিক কর্মকর্তা মননজয় ম-ল প্রমুখ। বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে সকলের এগিয়ে আসা প্রয়োজন। সময় এসেছে সবুজ পৃথিবী গড়ার। এখনই সচেতন না হলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জ্বালানি সুরক্ষা ও বিদ্যুতের অপচয় রোধে শপথ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ