Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাইভেটকারসহ ইয়াবা বিক্রেতা আটক

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ইয়াবা বিক্রেতা মহিবুল ইসলাম ওরফে মাসুম বিল্লাহকে তার ব্যবহৃত সাদা রংয়ের টয়োটা এলিয়ন কার সহ আটক করেছে। আটককৃত মাসুম বিল্ল­াহ সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের বাড়াইশাল পাড়ার আলহাজ নিজাম উদ্দিনের পুত্র। সে একজন চিহ্নিত মাদক বিক্রেতা বলে পুলিশ জানায়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার সৈয়দপুর উপজেলা শহরের ১০০ শয্যা হাসপাতাল মোড় থেকে তাকে আটক করে পুলিশ। সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নাজমূল হোসেন জানান, হাসপাতাল মোড়ে চেকিং চলাকালীন পুলিশ সাদা রংয়ের একটি কার থামানোর নির্দেশ দেয়। এ সময় কারের চালক কারটি থামায় এবং কার রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্ল­াশি করে তার পকেট থেকে পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ও কারের ভিতরের ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাইভেটকারসহ ইয়াবা বিক্রেতা আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ