রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাট জেলা সংবাদদাতা
জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। জেলার ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ ত্রিমোহনী বাজারের মা রেজিয়া অ্যাগ্রো লিমিটেড অটো রাইস মিলের মালিক এ অভিযোগ করেন। অভিযোগে জানা গেছে, জেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রেজা ঈদুল আজহার আগে জেলার ক্ষেতলাল উপজেলার মা অ্যাগ্রো অটো রাইস মিল মালিক মোস্তাফিজার রহমান দুলুর কাছে মোবাইলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সে হুমকি দেয় চাঁদা না দিলে মিলের চাকা বন্ধ হয়ে যাবে। নিরুপায় হয়ে ওই মিল মালিক বিষয়টি গত বৃহস্পতিবার ক্ষেতলাল পৌরসভার স্থানীয় কাউন্সিলর জুলফিকার আলী চৌধুরীকে জানান। কাউন্সিলর ছাত্রলীগ নেতা রেজাকে ডেকে চাঁদা না চাওয়ার অনুরোধ জানালে রেজা তার সিদ্ধান্তে অনড় থাকেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাউন্সিলরের পাঁচ শতাধিক লোকজন তাকে ধরার জন্য শাখারুঞ্জ ত্রিমোহনী বাজারে সমবেত হয়। লোকজনের সমাগম দেখে রেজা ও তার দলবল সটকে পড়ে। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় মিল মালিক মোস্তাফিজার রহমান দুলু সবার সামনে ছাত্রলীগ নেতা রেজার চাঁদা দাবির বিষয়টি পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় মিল মালিক রাতেই ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে থানায় কোনো মামলা দায়ের হয়নি। ক্ষেতলাল পৌরসভার কাউন্সিলর জুলফিকার আলী চৌধুরী জানান, স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে মামলা করতে নিষেধ করায় আপাতত এ নিয়ে কোনো মামলা হয়নি। তবে তিনি বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজার অসৎ ও অনৈতিক আচরণে এলাকার মানুষ খুবই ক্ষুব্ধ। এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী মোবাইল ফোনে বলেন, বিষয়টি তার জানা নেই। তবে ঘটনা যদি সঠিক হয় তাহলে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা করার জন্য তিনি পরামর্শ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।