প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জি বাংলার জনপ্রিয় পিরিয়ড ড্রামা সিরিজ ‘করুণাময়ী রাণী রাসমণি’ শেষ হবার পথে আছে। কেন্দ্রীয় ভূমিকায় দিতিপ্রিয়া রায়ের অনবদ্য অভিনয়। অতুলনীয় কাহিনীর বিস্তার এবং অন্য সব শিল্পীদের শক্তিশালী পারফরম্যান্সের কারণে ধারাবাহিকটি বরাবর টিআরপি চার্টে সুবিধাজনক অবস্থানে থেকে এসেছে। এখনও ধারাবাহিকটি শীর্ষ পাঁচেই আছে। কিন্তু সা¤প্রতিক প্রোমো দেখে বোঝা যায় সিরিয়ালটি শেষ হবার পথে কারণ এতে আভাস দেয়া হয়েছে রাণী মৃত্যু বরণ করবে। সিরিয়ালের ভক্তরা এখন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে কীভাবে এটি পরিণতি পাবে। দিতিপ্রিয়া এই ধারাবাহিককে ভিত্তি করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনি সপরিবারে কোয়ারেন্টিনে ছিলেন তাই সাময়িকভাবে তাকে পর্দায় দেখা যায়নি। তবে তিনি সম্প্রতি সেটে যোগ দিয়েছেন। আর কাহিনী এমনই আভাস দিচ্ছে যে তিনি এবং এই সিরিজ অবিলম্বে বিদায় নিচ্ছে। ধারাবাহিকটির এই শেষ বেলায় দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এদের একদল সিরিয়ালটির বিদায়ে কিছুটা হলেও মর্মাহত। আবার অন্য দলটির মত কাহিনী কোনও কারণ ছাড়াই দীর্ঘায়িত করা হচ্ছে। আবার এক পক্ষ ‘শৈল্পিক স্বাধীনতা’র নামের ইতিহাস বিকৃত করার অভিযোগও এনেছে। সম্প্রতি রাণী রাসমণি উত্তরসূরিরাও শেষের এই অভিযোগ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।