Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় প্রবাসীর জায়গা ও দোকান দখল চেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের কলেজ গেটের সম্মুখে আয়ুব আলী নামের এক প্রবাসীর জায়গা ও দোকান জাহাঙ্গীর আলম নামের এক ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী দিয়ে উচ্ছেদের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আয়ুব আলীর চায়ের দোকানের সামনে প্রতিদিন একটি সন্ত্রাসী বাহিনী মহড়া দিয়ে প্রবাসী আয়ুব আলীর পরিবারের লোকজনকে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছে। যে কোন মুহূর্তে সন্ত্রাসী বাহিনী অঘটন ঘটাতে পারে বলে আশংকা প্রকাশ করছে তার পরিবারের লোকজন। পটিয়ার একটি অভিজাত রেস্তোরাঁয় গত শুক্রবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়ুব আলীর ভায়রা ফোরকান এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি জানান, প্রবাসী আয়ুব আলী ২০১৩ সালে সাবেক পটিয়া পৌরসভার চেয়ারম্যান সামশুল আলম মাস্টার থেকে পটিয়া সরকারি কলেজ গেটের সম্মুখে আরাকান সড়কের পূর্ব পার্শ্ব থেকে কিছু জায়গা ক্রয় করেন। জায়গা ক্রয়ের পর সামশুল আলম মাস্টার দখল বুঝিয়ে দেয়। এছাড়া উজ্জল দাশ নামের একজন ভাড়াটিয়া আয়ুব আলীর নিকট হস্তান্তর করে। ভূমিদস্যু জাহাঙ্গীর আলম জেলা পরিষদের জায়গা দখল করে পাঁচতলা ভবন নির্মাণ ও পার্শ্ববর্তী আবুল কাশেম নামের এক ব্যক্তির প্রায় অর্ধকোটি টাকার জায়গা দখল করে রেখেছে। বর্তমানে আয়ুব আলীর জায়গাও দোকান দখলের পরিকল্পনা নিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। জাহাঙ্গীর আলমের সন্ত্রাসী বাহিনী থেকে উক্ত জায়গা ও দোকান রক্ষায় আয়ুব আলীর পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, সামশুল আরেফিন বিটু, ওয়াহিদুল আলম বাবুল, বোরহান উদ্দিন, আবু তাহের, আবদুল মজিদ, এজাহার মিয়া, মতিউর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটিয়ায় প্রবাসীর জায়গা ও দোকান দখল চেষ্টার অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ