বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উখিয়া-টেকনাফের ৩৪ ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা শরনার্থীদের হোটেল, দোকানপাটে শ্রমিক-কর্মচারী হিসেবে, কৃষিকাজসহ যেকোন কাজে নিয়োজিত করে তাদের শ্রমসেবা নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে উখিয়াবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন- উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদ।
রোহিঙ্গা শরনার্থীদের মাঝে করোনাভাইরাস সংক্রমন আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় তিনি স্থানীয় জনসাধারণকে এ অনুরোধ করেছেন।
শুক্রবার (২১ মে) রাতে ‘উখিয়া উপজেলা নির্বাহী অফিসার’ এর নিজস্ব ফেসবুক আইডি’তে একটি স্ট্যাটাস দিয়ে ইউএনও নিজাম উদ্দিন আহমদ বলেছেন, ক্যাম্পে করোনা সংক্রামণ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মাঝেও সংক্রমনের উর্ধ্বগতি লক্ষনীয়। এ অবস্থায় নিজেদের সুরক্ষার জন্যই উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে তিনি সকলকে অনুরোধ করেছেন।
নিম্মে উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমদের এ সংক্রান্ত ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো :
“সম্মানিত উখিয়া উপজেলাবাসী,
রোহিংগা ক্যাম্পে করোনাভাইরাস সংক্রমন আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি ক্যাম্প লকডাউনের আওতায় আনা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর মাঝেও সংক্রমনের উর্ধ্বগতি লক্ষনীয়।
দয়া করে বিভিন্ন যানবাহন ও বাজারসহ সকল ধরনের হোটেল, দোকানপাটে শ্রমিক-কর্মচারী হিসেবে রোহিংগাদের কাজে নিয়োজিত করা থেকে বিরত থাকুন।
নিজেদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেয়া জরুরী। উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হলো।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।