পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামের উদ্দেশ্যে খুলনা থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ছেড়ে আসে। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনাঘাটা পোল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে শুকনো খালে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ীতে থাকা সকল যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে, ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে সিলেট অভিমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ তিনজন মারা যান। এছাড়া ভেড়ামারা-রায়টা সড়কের বাঁকা পুলের সংলগ্ন স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহতের খবর পাওয়া গেছে। আমাদের সংবাদদাতারা জানিয়েছেন দেশের বিভিন্ন স্থানে সড়কে প্রাণ হারিয়েছেন ৭ জন ও আহত হয়েছেন প্রায় ২২ জন। তাদের পাঠানো তথ্যে প্রতিবেদন -
নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে ল²ীপুর-নোয়াখালী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে দূর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ গাড়ীর ১৪ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হচ্ছে, খুলনার খালিশপুর থানার ওয়াসিব হাসান (৪৩), দৌলতপুর থানার তুহিন খান (৩৮), কাঠালিয়া থানার তাসলিমা আক্তার (৩৮), কাশদিয়া থানার অনিক (২৮), বাগেরহাট জেলার চিতলমারী থানার শুক্কুর আলী (১৭), ফকিরহাট থানার রবিউল (২৮), গোপালগঞ্জ জেলার কাটারীপাড়া থানার তাহমিন হোসেন (২৬), চাঁদপুর জেলার আয়েশা আক্তার (৪), পরমজাখান এলাকার তাসলিমা (৩৩) ও একই এলাকার ইয়াছিন (১১)সহ ১৪জন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এক যাত্রী জানান, তারা সবাই ঘুমে ছিলেন। হঠাৎ করে গাড়ী দুর্ঘটনার শিকার হওয়ার পর সবাই আহত হন। প্রধান সড়ক থেকে অন্তত ২০ ফুট নিচে ছিটকে পড়েছিল গাড়ীটি।
বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : গতকাল সকালে ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাইভেটকার চালক মো. বিল্লাল হােসেনের (৩২) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানিগঞ্জের বড়আলমপাড়া থানার বাসিন্দা। বাকী দুই জনের পরিচয় এখন ও পাওয়া যায় নি। বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সকাল পৌনে সাতটার দিকে পণ্যবোঝাই ট্রাক টি সড়কে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় সিলেট অভিমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ তিনজন মারা যান।
ভেড়ামারা (কুষ্টিয়া) : গত বুধবার সন্ধায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়নাল হক মিল্টন (২৪) উপজেলার গোলাপনগর গ্রামের বাজারপাড়ার স্যানিটারি ব্যবসায়ী মোমিন আলীর ছেলে। শাকিল আহমেদ (২২) আহমেদ একই এলাকার আলম আলীর ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাকিল ও মিল্টন মোটরসাইকেলে সন্ধায় গোলাপনগর এলাকা থেকে ভেড়ামারা বাজারের দিকে যাচ্ছিলেন। ভেড়ামারা-রায়টা সড়কের বাঁকা পুলের সংলগ্ন স্থানে ২ মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে এসময় আরও দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নুরুল আমীন বলেন, মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়।
রাজশাহী : রাজশাহীর মোহনপুরে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফ আলী নামের (৪৪) এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আশরাফ আলীর বাড়ি বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া গ্রামে।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফ আলী মোটর সাইকেলযোগে কেশরহাটে আসছিলেন। মগরা বিলের বাগমারা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। পথচারিরা তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার অফিসার ওসি তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় জিয়ারত আলী ওরফে জিগু (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়ারত আলী উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়া গ্রামের কালু সিকদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে জিগু মহাসড়ক পারাপারের সময় দ্রæতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে প্রথমে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট রুবেল বলেন, চালক মাইক্রো নিয়ে পালিয়ে গেছে।আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
কুষ্টিয়া : কুষ্টিয়া বাইপাস সড়কের মিনাপাড়া কালভাটের ওপর ট্রাক ও পিকাপ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে দুই গাড়ির ড্রাইভার ও হেলপার সহ মোট চারজন আহত হয় ৷ বৃহস্পতিবার আনুমানিক ভোর ৬ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয় ও পথচারীরা পুলিশ কে ফোন করলে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মকতা সহ দ্রæত ঘটনা স্থলে এসে দুই গাড়ির ৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এদের মধ্যে চালের গাড়ির ড্রাইভার আলম হোসেন ও আমের গাড়ির ড্রাইভার জাকিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার খুরশেদ আনোয়ার। এই সংঘর্ষের কারণে কুষ্টিয়া বাইপাস সড়কে প্রায় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ফাড়ির উদ্ধার গাড়ি এসে গাড়ি গুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।