Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধারাবাহিক নাটক দৌড়ের উপর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ১২:০৪ এএম

এটিএন বাংলা চলছে ধারাবাহিক নাটক দৌড়ের উপর। প্রতিদিন রাত ৭.৪০ মিনিটে এটি প্রচার হচ্ছে। পারভেজ ইমামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল তালুকদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, তুষার মাহমুদ, হান্নান শেলী, ওবিদ রেহান প্রমুখ। বদরুল ওরফে বদি চোরা, অনেকদিন হলো সমাজে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু ছেছড়া চোরের তকমা সে মুছতে পারেনি। চোরেরও আত্মসম্মান বোধ আছে। বদি ছেছড়া চোরের তকমা কোন ভাবেই মেনে নিতে পারে না। যেমনটি পারে না তার বউ। তার বউয়ের একটা স্বপ্ন পত্রিকায় ছবি ছাপা হবে দেশের সবাই বদিকে এক নামে চিনবে সবাই। সেই আশায় বদি বড় চুরির পরিকল্পনা করে এবং বরাবরই ব্যর্থ হয়। হাবিবুর রহমান হবি পেশায় পুলিশের হাবিলদার, পুলিশে চাকরি জীবন হয়তো বড় জোর বছর ৫ আছে। তার ইচ্ছা যে করেই হোক অবসরে যাবার আগেই যেন প্রমোশন হয়। কিন্তু তার কোন কেইসও নেই প্রমোশনও নেই। শুধু সিনিয়র হিসাবে জাফর হবিকে একটু মান্য করে। এভাবেই যাচ্ছে হাবিবুর রহমান হবি সাহেবের দিনকাল। হবির স্বপ্ন সারা দেশ তাকে একদিন চিনবে। আশরাফ পেশায় উকিল। সারাদিন আদালত চত্তরে দৌড় ঝাপ দিয়েই যাচ্ছেন। ব্যস্ততা এমন যে দম ফালানোর সময় নেই। কিন্তু দিন শেষে সব শূন্য্য। আশরাফের স্বপ্ন সে যখন দেশের নামকরা উকিল হবে তার খ্যাতি যখন সারা দেশে ছড়িয়ে পড়বে তখন লতার বাবাই লতাকে তার হাতে তুলে দিবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দৌড়ের উপর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ