Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়তি সতর্কতা নিয়ে ‘মহানন্দা’র কাজ শুরু করবেন অরিন্দম শীল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ১২:০৪ এএম

গত মাসে অরিন্দম শীল তার ‘মহানন্দা’ ফিল্মটির কাজ শুরু করেছিলেন। তবে সা¤প্রতিক পরিস্থিতির কারণে তাকে কাজ বন্ধ করতে হয়। চলচ্চিত্রটিতে অভিনয় করছেন গার্গী রায় চৌধুরী, দেবশঙ্কর হালদার এবং ঈষা সাহা। পরিচালক বলেছেন, “আমরা এপ্রিলে তিনদিন শুট করে বন্ধ করে দিই। এই মাসের শেষে আমরা আবার কাজ শুরু করব। আমরা শুটিং শুরু করার আগে এক ‘বায়ো বাবল’ তৈরি করব। সবার জন্য আরটি-পিসিআর টেস্টের ব্যবস্থা থাকবে, আর চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে। তাতে আউটডোর শুটিংয়ের সময় ঝুঁকি অনেক কম থাকবে।” চলচ্চিত্রটির মূল কনসেপ্ট সম্পর্কে পরিচালক বলেছেন, “এটি একজনের কাছ থকে আরেকজনের মশাল নেবার গল্প। এই মশালধারীরা বিভিন্ন যুগের প্রতিনিধিত্ব করবে, কাহিনীর কেন্দ্রে থাকবে মহাশ্বেতা (দেবী)। এক সামাজিক-রাজনৈতিক অস্থির সময়ের গল্প এটি।আমাদের সময়ের ব্যাপ্তি হবে ১৯০০ থেকে ২০১১ পর্যন্ত, এটি বিশাল সময়। তাই সময় অনুযায়ী অবস্থা, রঙ আর সব বদলাবে। মহাশ্বেতা দেবী সম্পর্কে অরিন্দম বলেন : “মহাশ্বেতা দেবী কেবল একজন লেখিকা নন, তিনি তার চেয়েও বেশি। আমাদের চলচ্চিত্র মহাশ্বেতা দেবী নামে এক আন্দোলন নিয়ে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ