Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা হলেন ৫০ বছর বয়সী নাওমি ক্যাম্পবেল!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ১:৪৫ পিএম

কন্যাসন্তানের মা হলেন ক্যাটওয়াক সম্রাজ্ঞী ৫০ বছর বয়সী নাওমি ক্যাম্পবেল। সম্প্রতি এই ব্রিটিশ সুপার মডেল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ মে) ইনস্টাগ্রামে শেয়ার করা নাওমির ছবিতে দেখা যাচ্ছে, তুলতুলে দুটি পা তার একহাতের তালুতে। এর ক্যাপশনে লেখা, ‘ফুটফুটে সুন্দর একটি আশীর্বাদ আমাকে মা হিসেবে বেছে নিয়েছে। জীবনে এই কোমল প্রাণকে পেয়ে আমি সম্মানিত। এটা ভাষার প্রকাশ করা যাবে না। আমার পরীটার সঙ্গে চিরকালের বাঁধন ভাগাভাগি করবো। এর চেয়ে ভালো লাগা আর হয় না।’

নাওমির মা ভ্যালেরি মরিস ক্যাম্পবেল একই ছবি শেয়ার করে লিখেছেন ইনস্টাগ্রামে, ‘আমি দারুণ উচ্ছ্বসিত। নানি হওয়ার জন্য মুখিয়ে ছিলাম।’

এর আগে ঘুণাক্ষরেও সন্তানসম্ভবা হওয়ার কথা জানাননি নাওমি ক্যাম্পবেল! তাই তার ইনস্টাগ্রাম পোষ্ট দেখে চমকে গেছেন ভক্তরা। অবশ্য ২০১৭ সালে লন্ডনের বিনামূল্যের পত্রিকা ইভেনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে নাওমি মা হওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তিনি তখন বলেন, ‘সবসময় মা হওয়ার কথা ভাবি। এখন বিজ্ঞান এগিয়ে যাওয়ায় মন চাইলেই তা হতে পারবো বলে মনে হয়।’

নাওমি ক্যাম্পবেল হলেন ফরাসি ভোগ এবং টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আসা প্রথম কৃষ্ণাঙ্গ মডেল। আমেরিকান ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা প্রথম কৃষ্ণাঙ্গ মডেলও তিনিই। কিশোরী বয়সে মডেলিং শুরু করা এই সুন্দরী বিখ্যাত ব্র্যান্ড ভার্সেস, শানেল, প্রাডা এবং ডলচে অ্যান্ড গাবানার মডেল হয়েছেন। নাওমি ক্যাম্পবেলের জনদরদি হিসেবে সুনাম আছে। ২০০৫ সালে তিনি গড়ে তোলেন ফ্যাশন ফর রিলিফ নামের একটি দাতব্য সংস্থা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাওমি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ