Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসি ফুটিয়ে নিলেন বিদায়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ১২:০০ এএম

আমেরিকান অভিনেতা চার্লস গ্রডিন আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ‘মিডনাইট রান’ ও ‘বিথোফেন’ চলচ্চিত্রে হাস্যরসাত্মক ভূমিকায় অভিনয়ে দশক ধরে তিনি হাসি ফুটিয়েছিলেন দর্শকদের মুখে।
গ্রডিন গত মঙ্গলবার কানেকটিকাটের উইলটনে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন। অস্থিমজ্জার ক্যানসারে ভুগে গ্রডিনের মৃত্যু হয়েছে বলে জানান, অভিনেতার ছেলে নিকোলাস। গ্রডিন পরিচিত ছিলেন সিনেমায় তার বুদ্ধিদীপ্ত ও হাস্যরসাত্মক অভিনয়ের জন্য। তিনি হলিউডের কমেডি এবং যুক্তরাষ্ট্রের প্রাইম-টাইম টক শো’র পরিচিত মুখ ছিলেন।

গ্রডিনের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন তার ভক্তরা। তার সঙ্গে পর্দা ভাগাভাগি করা আমেরিকান অভিনেতা স্টিভ মার্টিন টুইটারে লেখেন, ‘আমার দেখা সবচেয়ে মজার লোক ছিল গ্রডিন।’
গ্রডিনের জন্ম পেনসিলভানিয়ার পিটসবার্গে। ইউনিভার্সিটি অব মিয়ামিতে থাকাকালীন তিনি পড়ালেখা বাদ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। টিভি থেকে তিনি দ্রুত ফিল্মে চলে আসেন।
বিখ্যাত ডিরেক্টর রোমান পোলানস্কির ১৯৬৮ সালে লেখা এবং নির্দেশিত সাইকোলোজিক্যাল হরর ‘রোজমেরি বেবি’তে ছোট এক ভূমিকায় অভিনয় করে তিনি ক্যারিয়ার তৈরি করেন। সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস, বিবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ