Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউএফও দেখার বিষয়ে নিশ্চিত করলেন ওবামা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ১২:০১ এএম

মৃতদেহ ভিনগ্রহ থেকে আসা মহাজাগতিক বস্তু বা ইউএফও দেখেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিভিন্ন ব্যক্তি। এ বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়া উচিত। দ্য লেট লেট শো’তে ওবামা বলেছেন, মহাকাশে অজ্ঞাত এসব বস্তুর ফুটেজ তিনি দেখেছেন। তবে এটাকে ব্যাখ্যা করা খুব সহজ নয়। যুক্তরাষ্ট্রের যোদ্ধা এক পাইলট কয়েকদিন আগে বলেছেন, গত দু’বছর ধরে তিনি ভার্জিনিয়া উপকূলে অজ্ঞাত একটি এয়ারক্রাফট দেখতে পেয়েছেন। তার এ মন্তব্যের পর ওবামা ওই কথা বলেছেন। তিনি বলেছেন, ২০০৮ সালে যখন ক্ষমতায় আসেন তখন যুক্তরাষ্ট্র সরকারের ইউএফও সম্পর্কিত গোপনীয়তার বিষয়ে জানতে খুব উদগ্রীব ছিলেন তিনি। তার ভাষায় আমার জানতে ইচ্ছে হচ্ছিল আমরা কি ভিন গ্রহের আগন্তুকদের কোনো স্পেসিমেন অথবা স্পেশশিপ নিয়ে গবেষণা করছি এম কোনো ল্যাব আছে? কিন্তু উত্তরটি ছিল না। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিভিন্ন ব্যক্তি যেসব অজ্ঞাত মহাজাগতিক বিষয় দেখেছেন সে সম্পর্কিত একটি রিপোর্ট এ মাসে আরো পরে প্রকাশ করার কথা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এসব বস্তু সম্পর্কে ওবামা বলেন, আসলে সত্য হলো আকাশে এসব বস্তুর অনেক ফুটেজ এবং রেকর্ড আছে। তবে প্রকৃতপক্ষে আমরা জানি না এসব কি। এসব কিভাবে চলাচল করে, তাদের লক্ষ্য কি এর কিছুই আমরা ব্যাখ্যা করতে পারি না। তাই এসব নিয়ে যারা কাজ করেন তাদের উচিত এটাকে আরো গুরুত্ব দিয়ে তদন্ত করা এবং একে শনাক্ত করা যে, আসলে এগুলো কি। এখন পর্যন্ত এর পরিষ্কার জবাব পাইনি। বৃটেনের একটি অনলাইন ট্যাবলয়েড পত্রিকায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। অনলাইন ট্যাবলয়েড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ