মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোভিড লকডাউন সহজ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিটেনে কমতে শুরু করেছে বেকারত্বের হার। জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশটির বেকারত্বের হার ছিল ৪.৮ শতাংশ। এপ্রিলে এসে বাড়তে শুরু করেছে নিয়োগ। লকডাউনের কড়াকড়ি কমে যাওয়ায় নতুন করে কর্মী নিয়োগ দিতে শুরু করেছেন দেশটির নিয়োগকর্তারা। রয়টার্সের একটি জরিপ বলছে, দেশটিতে বেকারত্বের হার ৪.৯ শতাংশে স্থির হতে পারে। করোনাভাইরাস মহামারির কারণে শ্রম বাজারে যে অস্থিরতার আশঙ্কা করা হচ্ছিল, ব্রিটেন তা থেকে বেরিয়ে আসতে পেরেছে বলে মনে করছে গণমাধ্যমটি। বলা হচ্ছে, সরকারের প্রয়োজনীয় ভর্তুকির কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। ব্রিটেনের প্রথম লকডাউনের সময় গত বছর যে বেকারত্বের উচ্চহার দেখা গিয়েছিল, এবারের লকডাউনেও সেই একই ধরন দেখতে পান বিশেষজ্ঞরা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।