মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গাজায় ইসরাইলি সেনাবাহিনীর চলমান বিমান হামলায় নিহতের সংখ্যা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রজুড়ে বড় বড় শহর-নগরে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় সহিংসতার ঘটনায় ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে কথা বললেও তার দেশের মানুষ ফিলিস্তিনের সমর্থনেই আওয়াজ তুলেছে। সিএনএন জানায়, সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। সবখানেই বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা। অনেকে ব্যানার, প্ল্যাকার্ড হাতেও বিক্ষোভে নামেন। অনেকে পদযাত্রা করেছে। ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে জোরাল আওয়াজ তুলেছে। মানবতা, সঠিক কাজের জন্য মাঠে নামার জানান দিয়ে অবিলম্বে ন্যায়বিচার দাবি করেছে। সব বিক্ষোভেরই মূল বার্তা ছিল, ফিলিস্তিনের সঙ্গে সংহতি। ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয় গত রোববার। সেখানে বিপুল সংখ্যক মানুষকে মিছিলে অংশ নিতে দেখা যায়। তাদের অনেকেরই হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ও প্ল্যাকার্ড। এর আগে শনিবার ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভও অংশ নিয়েছে শত শত মানুষ। বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা এবং প্ল্যাকার্ড। ডালাসেও শনিবার ফিলিস্তিনের সমর্থনে বিশাল বিক্ষোভ হয়েছে। এতে প্রচুর লোকসমাগম হয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ অংশ নেন। এদিন নিউ অরলিন্সেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভস্থলের কাছের সব রাস্তা হয়ে যায় লোকে লোকারণ্য। বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতেও। শনিবারের এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নানা সেøাগান দেন। সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।