Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম নগরীতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আইয়ুব আলী : নাড়ির টানে গ্রামে যাওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে নগরীতে ফিরেছে। পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে নীরব নিস্তব্ধ থাকা চট্টগ্রাম মহানগরী নির্জনতা ভেঙে সরব হয়ে উঠেছে। এখন মানুষের কোলাহলে নগরীতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গত শুক্রবার বিকেল থেকে ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া মানুষ নগরীতে ফিরতে শুরু করে। গতকালই বেশিরভাগ মানুষ নগরীতে ফিরেছে।
আজ (রোববার) সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা ও বিভিন্ন বেসরকারি সংস্থা খোলা থাকায় গতকালও স্রোতের মতো নগরীতে ঢুকেছে মানুষ। বাসস্টেশন, রেলস্টেশন, লঞ্চঘাটসহ নগরীর প্রতিটি প্রবেশমুখে মানুষের প্রচÐ ভিড় ছিল। ঈদের ছুটিতে ফাঁকা থাকা সড়কগুলো এখন গাড়িতে ঠাসা। সড়কের মোড়ে যানজটও হচ্ছে। নগরীতে দোকান-পাট খুলেছে। নির্জনতা কাটিয়ে নগরীর অলিগলি সরগরম হয়ে উঠেছে। বেড়েছে গাড়ির সংখ্যা। তবে নগরীর বৃহত্তর পাইকারী বাজার চাক্তাই-খাতুনগঞ্জ এখনও পুরোপুরি সরব হয়ে উঠেনি।
এদিকে নগরীর বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে এখনও দর্শনার্থীদের কমতি নেই। ঈদের ছুটি শেষ হলেও নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেকসহ পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় রয়েছে। বিনোদন পিয়াসী মানুষ এখনও পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছে। গতকালও শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের ভিড় ছিল বিনোদন কেন্দ্রগুলোতে। পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ধ্যার পর মানুষের ঢল নামে। গতকাল সারাদিন লোকে লোকারণ্য ছিল পুরো সৈকত। একই অবস্থা ফয়’স লেকেও। দর্শনার্থীর ভিড়ে পুরো এলাকা ছিল জনঅরণ্য। ফয়’স লেকের চিড়িয়াখানায়ও দর্শনার্থীদের ভিড় ছিল পশু-পাখির খাঁচার সামনে। অনেক দর্শনার্থী জানান, ঈদের ছুটি আরও বেশি পাওয়া গেলে বেজায় মজা হতো। এবার আবহাওয়া শুষ্ক থাকায় অনেকে আনন্দ-উচ্ছ¡াসে ঈদের ছুটি কাটিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম নগরীতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ